আমাদের চারপাশে তারাবাতি,লাল কার্পেট,সুখী সুখী দিন।
মেহফিলে মেহফিলে দরবারী কানাড়া,মিঞা-কি-মল্লার;
প্রবল বৃষ্টির তোড়-উথাল উল্লাস।
আমাদের চারপাশে রজঃস্বলা চাঁদের তরল
নদীর বহতা,দাঁড়ের ছলাৎ আর শব্দের সঙ্গত:
লোকালয়ে খুশী খুশী সোনা ঝরা দিন।
আমাদের চারপাশে পদাবলী-কীর্তন
পাখিদের স্তব
আমাদের মাঠগুলি শুধু আজ ফসলের মাঠ।
আমরা সব কুশীলব,আমরা সব আলাদীন;
আমাদের বশে আছে জাদুই চেরাগ-
আমাদের স্বপ্নগুলো স্বপ্নের অধিক।
নাস্তির নেমির মাঝে নেমে গিয়ে আমরাই শুধু
দেখতে পারি
তারাবাতি জ্বলছে আকাশে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।