আমাদের কথা খুঁজে নিন

   

অভিজ্ঞদের কাছে নিজেই নিজের ওয়েব (web) পেইজ তৈরির নির্ভরযোগ্য সফট্-এর সন্ধান চাই



আসসালামুআলাইকুম, প্রিয় ব্লগার ভাই-বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আমরা কোন লেখালেখির জন্য সাধারণত: এম,এস,ওয়ার্ড ব্যবহার করি। তেমনি গ্রাফিক্স এর জন্য -এডবি ফটোশপ, ইলাসট্রেটর সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু ওয়েব (web)পেইজ বানানোর জন্য নিদিষ্ট কোন কোন বিশেষ সফটওয়্যার জানা আবশ্যক তা দয়া করে জানালে উপকৃত হবো। আমার পরিচিত একজন ভাইকে দেখেছি; নোট প্যাড দিয়ে এইচ,টি, এম, এল মাধ্যমে কাজ করতে।

তিনি আমাকে বিভিন্ন টেষ্ট পেইজ বানিয়ে দেখিয়েছেন। আবার এও জেনেছি যে, ড্রিমওয়েভারের মাধ্যমে কোডিং করা সহজ। কিন্তু কোন কোনটি শিখলে ডোমেইন ও হোষ্টিং ফি দিয়ে নিজে নিজেই নিজের ওয়েব (web) সাইট আপন মনের মাধুরীতে সাজাতে এবং পরিবর্তন করতে পারবো? অবশ্য ফ্রি ওয়েব (web)পেইজ বানানোর বিভিন্ন ধারণা সামুতে পেয়েছি এবং চেষ্টা করেছি। তবে ফ্রি ডোমেইন হোষ্টিং করার পর আর পেইজ সাজানো সম্ভব হয়নি। যেহেতু; এই বিষয়ে আমি বর্তমানে তেমন কোন ধারণা রাখিনা।

ধরতে গেলে সম্পূর্ণ অজ্ঞ। সেহেতু; যারা এই বিষয়ে জ্ঞাত তাদের কাছে একান্ত অনুরোধ আমার প্রশ্নে যদি কোন ভুল থাকে তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সঠিক পথ প্রদর্শন করলে কৃতার্থ হবো এবং আমার মতো যারা এ বিষয়ে জানতে আগ্রহী তারাও যথেষ্ট উপকৃত হবেন বলে আমার বিশ্বাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.