আমাদের কথা খুঁজে নিন

   

মেদিনীমণ্ডল মহাকাব্য :২



ফকির লীলা পাগলা ফজল প্রভাত গর্ভবতী। সে ভরপেট আলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজতো কোন প্রভাতফেরি নেই! আলো পেটে ধরার কী যে জ্বালা! আলোর ঘরে আলেয়ার জন্ম । ফণার সীমানায় যত বাজে বীণ প্রভাত ফুটিয়া থাকে, অবুঝ ফুলের মতো ফুল বলেছে, পুরো ফুটবে না একজন মানুষের জন্য তার অপেক্ষা পাখী বলেছে, উড়াল-উতল দিনে চিঠি তার ঠোঁটে থাকবেই .....। মেয়েটি বলেছে, সে পুড়ে মরবে না, পুড়িয়ে দেবে অনল শিখা হয়ে ঘুরে বেড়াবে প্রভাতী বলেছে, আলো প্রসব করবে দুনিয়া বলেছে, ওহে ! আমি গোলাকার ভবে আমার শরীরে ভাঙে জল- তবু খেয়া আমি যে তোমার ত্বরার কেরামতি আমারই জানা ।

। আমারই ভেতরে আছে আমারই বেদনা জলেরে ভাবিয়া পর পার হয়ে যেয়ো না খেয়া । । ফকির লীলা পাগলা ফজল ভেবে ভেবে মরে কোথায় কেমন কে যে আছে খোদার ফজিলতে । ।

আফ্রিকার আকাশ আজ জ্যোতিষ্ক শোভিত মিলনে জন্ম যাহার দেশতত্ত্ব বোধে আপন মিলন ধারায় ছিদ্দত ঘুচিবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.