রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সংশোধন প্রস্তাব অনুমোদন হয়।
মুহিত সাংবাদিকদের বলেন, “পশুপাখির খাদ্য আমদানিতে প্রভিশন থাকায় এগুলোর অবাধ আমদানিতে অসুবিধা হচ্ছিলো। এটাকে আমরা সহজ করে দিয়েছি। ”
সংশোধিত আদেশ অনুযায়ী হাঁস-মুরগি ও পশুখাদ্য আমদানির ক্ষেত্রে মোড়কে এর উপাদানের উল্লেখ থাকতে হবে।
“নাইট্রোফুরান, মেলামাইনসহ সব ক্ষতিকর উপাদান মুক্ত খাদ্য আমরা চাই,” বলেন মন্ত্রী।
সভায় বেসরকারি তালিকা থেকে প্রত্যাহারের জন্য বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) অধীন চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত বাংলাদেশ ক্যান কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠানটি প্রাইভেটাইজেশন কমিশন থেকে অবমুক্ত করার প্রস্তাব উঠেছিলো।
“প্রাইভেটাইজেশন কমিশনের কাছে ক্যানের প্রতিষ্ঠানটি বিক্রি করতে দেয়া হলেও তারা বিক্রি করতে পারেনি। এখন শিল্প মন্ত্রণালয় প্রগতির জন্য এ প্রতিষ্ঠানটি ফেরত চাইছে,” বলেন মুহিত।
তিনি জানান, দুটি শর্তসহ প্রতিষ্ঠানটি বাজার দরে বিক্রির সিদ্ধান্ত হয়েছে।
সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইনের খসড়া উপস্থাপন হলেও সভায় অনুমোদন পায়নি।
অর্থমন্ত্রী বলেন, “যিনি উপস্থাপন করবেন তিনি নাই। এ কমিটির অনুমোদনের পর পিপিপি আইনের খসড়া মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপরই তা সংসদে যাবে। ”
সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।