আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মনিরপেখ্খতা বনাম ধর্মান্ধতা,অন্যান্য ইস্যু এবং গত পোস্টের জবাব

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

দাদার দাদার বাপকে বলছি.....এটা অবশ্যই কোন সাম্প্রদায়িক ইশ্যু নয়। এবং ভারত বাংলাদেশের সম্পর্ক প্রসংগ ও এখানে অবান্তর। তবে আপনি ভুল করে যেহেতু এ বিষয়গুলো তুললেন,সেহেতু বলছি। মূলত কয়েকটি কারনে আপনার বক্তব্য সম্পূর্ণ ভুল ও বর্বরোচিত। ১।

আপনি ঠিক ই বলেছেন,ইসলাম প্রিথিবীর সবচেয়ে বিগ্গানসম্মত ও আধুনিক ধর্ম। কিন্তু তার মানে এই নয় ধর্ম রাষ্ট্রকে নিয়ন্ত্রন করবে। কারন,একটি রাষ্ট্রে অনেক ধর্ম ও মতের লোক বাস করতে পারে। শুধু মাত্র একটি ধর্মকে রাষ্ট্রিয় মর্যাদা দিলে অন্য ধর্মের লোককে সরাসরি ২য় বা ৩য় শ্রেণীর নাগরিক বলে গন্য করা হয়। তাদের স্বাধীনতা ও অধিকার খুন্ন হয় যা কোন গনতান্ত্রিক দেশে কাম্য নয়।

২। যেকোন ধর্মের ই মূল কথা শান্তি। কোন ব্যক্তি যদি সত্যিকার অর্থে ধার্মিক হয় সে অন্য কোন ধর্মের মানুষকে বিদ্বেষ করতে পারেনা,অশ্রদ্ধা ও অস্বীকার করা তো দুরে থাক। হিংসার পরিবর্তে ভালবাসা দিয়ে মন জয় করার চেস্টা করে। নিজের ধর্ম সঠিকভাবে পালন করা ও একি সাথে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করাই ধর্ম নিরপেখ্খতা।

আর এর বিরোধীতা ধর্মান্ধতা। কোন সুস্থ ধর্ম ধর্মান্ধতাকে সমর্থন দেয় না। ইসলাম ধর্মতো নয়ই। ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আপনার কথা শুনে মনে হয় না যে আপনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে ধর্মের মান রখ্খা করতে পেরেছেন।

আপনার কথা প্রমাণ করে যে আপনি ধর্মান্ধ। মূলত,আপনাদের মত অতি মুসলমান(আসলে অমুসলমান),সাম্প্রদায়ীক,ধর্মান্ধ,তালেবানবাদী(মৌলবাদী)ও জঘণ্য মনমানষিকতার মানুষের জন্য ইসলাম ধর্ম এখন কলুষিত হয়ে যাচ্ছে। আপনাদের জন্যই সমগ্র প্রথিবীর মানুষ মুসলমানদের সন্দেহের চোখে দেখে। আসলে আপনার মত মানুষরা কুয়ার ব্যাং। পবিত্র কুরান শুধু টিয়া পাখির মত মুখস্ত করলেই হয় না।

প্রতিটি শব্দ উপলুব্ধি করতে হয়...। দূর্ভাগ্যবশত আপনাদের মত মানুষরূপী জন্তুদের সে খমতা নেই। আপনারা সবকিছু শুধু গায়ের জোরে পেতে চান। যাইহোক আশা হারাচ্ছিনা। এখন ও সময় আছে চিন্তা ভাবনা পাল্টে ধর্ম নিরপেখ্খতাকে ইতিবাচকভাবে দেখুন।

মানুষকে,নিজর ধর্মকেওনিজের দেশকে ভালবাসুন। অন্যদেরকে বলছি,নোংরা রাজনৈতিক মনোভাব পরিহার করুন। যেকোন সমস্যা বি এন পি ওআওয়ামী লীগ এর ঊর্ধে উঠে নিজের বলে ভাবতে চেস্টা করা উচিত আমাদের সবার। এটা আমাদের সবার দেশ। দেশটাকে তো আর এই দুই দলের নামে ভাগ করে দেয়া যায় না! আজকের এ অবস্থার জন্য দায়ী মূলত আমাদের অশিখখা,পংগু অর্থনীতি এবং দুর্ণীতিপরায়ন মনোভাব।

এ অবস্থা থেকে পরিত্রান পেতে অবশ্যই আমাদের এ বিষয়গুলোর উপর মনোযোগ দিতে হবে এবং সবার সাথে সবার ঐক্য গড়ে তুলতে হবে http://monpobon.amarblog.com

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।