আমাদের কথা খুঁজে নিন

   

সাইয়্যোনারা সামহয়ার ইন!

লিখতে ভাল্লাগে না, ঠিক যে ভাল্লাগে না তাও না! আসলে পারি না। তবে কাউকে খোচাইতে ভাল্লাগে। যখন আমার কমেন্ট পড়ে কারো শুকতালু গরম হয়ে যায় তখন আমি স্বর্গীয় আনন্দ পাই!

HR পাব্লিকগোর কি আর কোন কাম নাই, আমি কি কাম করি এইডা দেখা ছাড়া? আমি না হয় এট্টু বেশীই সামুতে পইড়্যা ছিলাম গত কয়দিন, তাই বইল্যা দিব সাইট ব্লক কইরা? আছে কোন মানে? মনের দুঃখ কই রাখি! দিলো তো আমার ব্লগিং লাইফ শেষ কইরা! (প্রক্সি-ফক্সি ইউজাইতে ভাল্লাগে না) যাউজ্ঞা, ভাইয়েরা এন্ড বইনেরা মাঝে মইধ্যে কমেন্টাইতে গিয়া বহুত আকতা-কুকতা কইছি। অখন মাফ দেন, যাইগা। হ্যাপী ব্লগিং পুনশ্চঃ কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইলে এ পাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.