২০০৯-এর নভেম্বরে 'পান্থ বিহোস' আর 'ইঞ্জিনিয়ার' ভাইয়ের ব্লগ থেকে জানতে পারি 'গুটেনবার্গ'-এর বিনামূল্যে বই বিতরণ সম্পর্কে। 'পান্থ বিহোস' ভাই অবশ্য কারো লাগলে উনার কাছ থেকে কপি করে আনার আমন্ত্রণ জানিয়েছিলেন। যাহোক, গুটেনবার্গের ব্যাপারে জানতে পেরে আমিও একটা ডিভিডি পাঠানোর আবেদন করার লোভ সামলাতে পারলাম না। ১৭ নভেম্বর, ২০০৯-এ গুটেনবার্গ-এর সাইটে গিয়ে একটা ডিভিডি আর একটা সিডি পাঠানোর জন্য আবেদন করলাম। ওরা আমাকে মেইল করে জানিয়েছিল আনুমানিক ছয়মাসের মধ্যে আমাকে আমার আবেদন অনুযায়ী সিডি আর ডিভিডি পাঠাবে।
কিন্তু ছয়মাস নয় মাত্র দুইমাস ২দিনের মাথায় গতকাল হাতে পেলাম প্রতিটিতে প্রায় ১৭৫০০(সতের হাজার পাঁচশত) বইসংবলিত গুটেনবার্গ-এর দুইটি ডিভিডি। একটা আমার জন্য, আরেকটা তাদের ভাষায় আমার আশেপাশে আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবদের দেয়ার জন্য। যদিও একটা সিডি আর একটা ডিভিডির আবেদন করেছিলাম কিন্তু সিডি কেন দিলনা সেটা বুঝতে পারলাম না। যাহোক, ডিভিডিতেই আমি খুশি।
তাই পান্থ বিহোস ভাইয়ের মত আমিও ধন্যবাদ জানাচ্ছি উনি নিজে, গুটেনবার্গ, ইঞ্জিনিয়ার এবং সামহোয়ারইনব্লগকে।
মেইলে গুটেনবার্গ আমাকে অনুরোধ করেছে যাতে আমি যত বেশি সম্ভব বইগুলো কপি করে বিতরণ করি। তাই ব্লগারগণ, যারা বইগুলো পেতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।