আমাদের কথা খুঁজে নিন

   

২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস

সত্য সব সময়ই সত্য, তবে আপেক্ষিকতার নিরিখে।

২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস । ১৯৬৯ সালের এই দিনে স্বৈরাচারী আইয়ুব শাসন বিরোধী গণ অভ্যুত্থানের সময় ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়কে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এই অকুতোভয় লড়াকু। শহীদ আসাদ এর পুরো নাম আমানউল্লাহ মোহাম্মদ আসাদ। ১৯৪২ সালে নরসিংদী জেলা তাঁর জন্ম ।

ছাত্র নেতা আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাষ্টার্স করছিলেন। আসাদ ছাত্র রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ভাবে ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন এর ঢাকা হল শাখা প্রেসিডেন্ট ছিলেন। ৬৬’র ৬ দফার পর পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ১১ দফার ভিত্তিতে আন্দোলন শুরু করে। ছাত্র সমাজের তীব্র আন্দোলনের কারণে ১৯৬৯ এ এই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়।

১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ মিটিং করে। এ মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ১১ দফার দাবিতে ২০ জানুয়ারি হরতাল পালনের। ছাত্র সমাজ পূর্ব পাকিস্তানের সকল স্কুল, কলেজ বন্ধ ঘোষণা দেয়। গভর্নর মোনায়েম খান ২০ জানুয়ারি ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করে। পাকিস্তান পুলিশ থেকে বলা হয় শহরের কোথাও চার জনের বেশি লোক একসাথে বের হলে তাদের গ্রেফতার করা হবে।

২০ তারিখ ঢাবি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কলেজের প্রায় ১০ হাজার ছাত্র ছাত্রী জড়ো হয়। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে ১১ দফা দাবিতে শহরে মিছিল বের করে। ওই মিছিল মেডিকেল কলেজের সামনের সড়কে এসে পোছলে সেখানে পুলিশ বাধা দেয় এবং লাঠিপেটা শুরু করে। এ সময় পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ বাধে। ছাত্ররা বিছিন্ন হয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টা পর আসাদসহ কিছু ছাত্র সংগঠিত হয়ে আবার মিছিল বের করে। মিছিলটি ঢাকা হলের পাশে দিয়ে নিয়ে যাবার চেষ্টা করে। তখন একজন পুলিশ অফিসার ওই মিছিলের নেতৃত্ব প্রদানকারী আসাদকে বনেট দিয়ে আহত করে রাস্তায় ফেলে দেন। কিছুক্ষণ পর আহত আসাদকে খুব কাছে থেকে পুলিশ গুলি করে। পুলিশের গুলিতে ঢাকা মেডিকেলের বর্তমান জরুরী বিভাগের সামনে আসাদ শহীদ হন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।