আমাদের কথা খুঁজে নিন

   

অকস্মাতই বুড়িয়ে গেল তারা

ভাবনার কথা

অকস্মাত্‍ই বুড়িয়ে গেল তারা চোখের ভেতর আলোরা সব দিক হারিয়ে সারা হয়ত হঠাত্‍ ফুলকি জ্বলে নিপুন ছটায় ভাঁজগুলোতে চামড়া জড়ো ধরে আসে ছেলেবেলার ঘুড়ির পঁ্যাচে সুতো কাটার খুব বেদনার মধুর দুপুর ভয় তাড়াতে কড়ই গাছের ছায়ায় শোয়া গালের কাছে আদর জানায় ছোট্ট চারা বৃষ্টি তাড়া- তারপরেতে ঝপ করে ঢিল হঠাত ফাঁকে বুড়িয়ে গেল তারা৷ হাতের তেলোয় বরফ ভাসে সহজ সময় গলে গেল তীর গতিতে চাকরি নাচার ফাইল ফিতেতে কঠিন গেরো, কি করে আর হবে দেখা সুপারিশের হাল তালিকা হুতাশ দুপুর নামিয়ে দিল বর্তমানে- সেই নামাতেই পেছন ফিরে গেল তারা খুব বুড়িয়ে৷ প্রেম বেলাতে ব্যালে নাচন সাদা বরফ তুষার জামা ভয় ধরেনি হিমবাহের কিংবা কোন পিছল ফাঁদে কোমর জড়ায় উষ্ণতারা ইগলু ঘরে খুনসুটি খুব গোড়ালিতে ভর দিয়ে ঘুর শীতল হাওয়া চমকে দিল হাড়ের ভেতর খবর গেছে বুড়িয়ে যাওয়ার কাল এসেছে৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.