জনপ্রিয় এন্টি ভাইরাস নির্মাতা Bitdefender এবার বাজারে আনলো তাদের ফ্রি এন্টি ভাইরাস প্রোডাক্ট Free Bitdefender 2010 । এতে থাকছে Bitdefender সেই ICSA Lab কর্তৃক সার্টিফায়েডকৃত বিশ্বখ্যাত এন্টি ভাইরাস ইন্জিন, যা Bitdefender Antivirus , Bitdefender Internet Security বা Bitdefender Total Security 2010 এ ব্যবহৃত হয়েছে । তবে এটি কোন রিয়ালটাইম এন্টি ভাইরাস নয় । অর্থাৎ এটি নিজে নিজে কোন ফাইল স্ক্যান করবে না । এটি On Demand এন্টি ভাইরাস ।
অ্থাৎ একে নির্দেশ দিলে এটি স্ক্যানিং শুরু করবে ।
ফিচারসমূহ:
১. ভাইরাস ডিটেকশন ক্ষমতা: এটি আপনাকে সর্বোচ্চ নিশ্চয়তা দিবে যে কোন ভাইরাসযুক্ত ফাইল এর দ্বারা বাদ পড়বে না ।
২. সিডিউল্ড স্ক্যানিং: আপনার দেয়া নির্দিষ্ট সময়ানুযায়ী এটি নিজে নিজেই স্ক্যানিং শুরু করবে ।
৩. দ্রুত স্ক্যানিং: যেকোন ফাইলের উপর রাইট ক্লিক চেপে একে স্ক্যানিংয়ের জন্য নির্দেশ দিতে পারবেন ।
৪. Quarantine: অন্যসব এন্টি ভাইরাসের মতই পাবেন Quarantine সুবিধা ।
ডাউনলোড
সূত্র জেনুইন কি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।