মিয়ানমারের প্রায় ২শ’ কোটি ডলারের ঋণ মওকুফের পাশাপাশি রোববার দেশটির জন্য নতুন করে উন্নয়ন সাহায্যের প্রতিশ্রুতি ঘোষণা করেছে জাপান।
মিয়ানমারে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফরকালে এ ঘোষণা দেয়া হয়। আবে মিয়ানমারের জন্য নতুন করে ৫০ কোটি ডলারের উন্নয়ন সহায়তার প্রতিশ্রুতি দেন এবং দেশটির ১শ’৭৪ কোটি ডলারের ঋণ মওকুফ করেন।
গত বছর টোকিও মিয়ানমারের ৩শ’ কোটিরও বেশি ঋণ মওকুফ করে। এবার আরো ঋণ মওকুফের ঘোষণা দিয়ে মিয়ানমারের বিপুল অঙ্কের ঋণের বোঝা কমালো জাপান।
আর উন্নয়ন সহায়তা হিসাবে ঘোষিত তহবিল জাপান দিচ্ছে মিয়ানমারের অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ কেন্দ্র রক্ষণবেক্ষণের মতো কর্মসূচির জন্য।
মিয়ানমারের অন্যতম প্রধান দাতা দেশ জাপান দীর্ঘদিন ধরেই দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক রক্ষা করে আসছে। মিয়ানমারে সামরিক শাসনের সময়ও ইয়াঙ্গুনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রক্ষা করে এসেছে টোকিও।
সংবাদদাতারা বলছেন, ১৯৭৭ সালের পর কোনো জাপানি প্রধানমন্ত্রীর এই প্রথম মিয়ানমার সফরের মধ্য দিয়ে দু’দেশের উষ্ণ সম্পর্ক আরো উন্নত হওয়ারই লক্ষণ ফুটে উঠেছে।
আবে গত শুক্রবার তিনদিনের সফরে মিয়ানমারে যান।
সফরকালে মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইনের সঙ্গে বৈঠক করা ছাড়াও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু’চির সঙ্গে সাক্ষাৎ করেন আবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।