আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকের কাছে ১২ ব্যবহারকারীর তথ্য চেয়েছে সরকার


সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকের কাছে ১২ জন ব্যবহারকারীর গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার।
বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে অনুরোধ পাওয়া নিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
প্রতিবেদনে দেয়া তালিকায় দেখা যায়, একটি অনুরোধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১২ জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হলেও তারা সরকারকে কোনো তথ্য দেয়া হয়নি।
যুক্তরাষ্ট্র, ভারত ও জার্মানিসহ বিভিন্ন দেশের প থেকে ৩৮ হাজার ফেইসবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে অনুরোধের ৮০ শতাংশ ক্ষেত্রে পূরণ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাদের সম্পর্কে বাংলাদেশ সরকার তথ্য চেয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি ‘গ্লোবাল গখর্ণমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ শীর্ষক ওই প্রতিবেদনে।


যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মী এডোয়ার্ড স্নোডেন ফেইসবুক, গুগল ও  মাইক্রোসফটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যের ওপর সরকারের গভীর নজরদারির বিষয়টি ফাঁস করে দেয়ার পর প্রথমবারের মতো এই প্রতিবেদন প্রকাশ করল ফেইসবুক।
বিশ্বে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিরও বেশি বলে জানানো হয়েছে। ফেইসবুকে দেয়া তথ্য, ছবি ও মন্তব্যের কারণে গত এক বছরে বাংলাদেশে বেশ কয়েকটি বড় ঘটনা ঘটেছে, যাতে বিশ্ব গণমাধমের শিরোনামে এসেছে বাংলাদেশ।
আর বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটকে ব্যবহার করা হয়েছে বিদ্বেষ ছড়ানোর কাজে।
গত বছর ২৯ সেপ্টেম্বর ফেইসবুকে একটি ভুয়া ছবি ছড়িয়ে কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলার বৌদ্ধ বসতিতে ব্যাপক সাম্প্রদায়িক তাণ্ডব চালানো হয়।

অপর এক ঘটনা সিলেটে ঘটেছে।
রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলাম নামের একটি উগ্রপন্থী সংগঠনের সহিংস আন্দোলন থামাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়েও ফেইসবুকে বিকৃত তথ্য ও ছবি প্রচার করে উস্কানি দেয়া হয় বলে সরকারের প থেকে অভিযোগ করা হয়।
এছাড়া ধর্মীয় উস্কানিমূলক পোস্টের জন্য জামায়াতপন্থী কয়েকটি ফেইসবুক গ্রুপের পৃষ্ঠা বাংলাদেশ থেকে দেখা না যাওয়ার ব্যবস্থা করে নিয়ন্ত্রক সংস্থা।
ফেইসবুক পোস্টে প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে বুয়েটের এক শিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই ধরনের অভিযোগে আদালতের তলবে হাজির না হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিককে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।


এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আপত্তিকর প্রচারণার অভিযোগে বাংলাদেশে কয়েক দিন ফেইসবুক বন্ধও রাখা হয়।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি তথ্যপ্রযুক্তি আইন সংশোধন করে সাজার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ আইনের মামলায় আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের মতা।
এছাড়া ইন্টারনেট ব্যবস্থায় নজরদারির জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোতে বিশেষ প্রযুক্তি বসানোর উদ্যোগ নেয়া হয়েছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে ফেইসবুকের কাছে সবচেয়ে বেশি, প্রায় ২১ হাজার জনের তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র, যার ৭৯ শতাংশ পূরণ করেছে ফেইসবুক।


এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তাদের ৪ হাজার ১৪৪ জনের তথ্য চাওয়ার আবেদন ৫০ শতাংশ পূরণ করা হয়েছে।
এছাড়া যুক্তরাজ্য ২ হাজার ৩৩৭ জন, ইটালি ২ হাজার ৩০৬ জন, জার্মানি ২ হাজার ৬৮ জনের তথ্য চেয়েছে।
ফেইসবুক কর্তৃপে বলছে, তারা বিভিন্ন সরকারের কাছ থেকে তথ্য চেয়ে করা প্রতিটি অনুরোধ আলাদাভাবে পরীক্ষা করে দেখেছে এবং তথ্য প্রকাশের ক্ষেত্রে দেশগুলোর আইনি বাধ্যবাধকতার বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নিয়েছে।
ফেইসবুকের আইনজীবী কলিন স্ট্রেচ মঙ্গলবার বলেন, অনেক অনুরোধের ক্ষেত্রে আমরা লড়াই করেছি।

আইনি দুর্বলতাগুলো খতিয়ে দেখে অনেক অনুরোধ ফিরিয়ে দিয়েছি। আর যেসব তথ্য আমাদের দিতে হয়েছে সেসব ক্ষেত্রে আমরা কেবল ব্যবহারকারীর সাধারণ তথ্যগুলোই দেয়ার চেষ্টা করেছি।
এখন থেকে ফেইসবুক নিয়মিত এ ধরনের প্রতিবেদন প্রকাশ করবে বলে জানান তিনি। অবশ্য গুগল, টুইটারসহ বেশ কয়েকটি কোম্পানি এ ধরনের প্রতিবেদন প্রকাশ করছে।
You can read more interesting news here.


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.