আমার উপরে কত গাড়ী চলে!
ভারতে গিয়া মোগো প্রধানমন্ত্রী দেখাইল কি খেইল,
খালেদা জিয়া ওই দেশে গেলে পায়না এতটা বেইল।
মোগো বঙ্গনেত্রীর পুরানো বান্ধবী ইন্ডিয়ান মমতা,
যাদের উছিলায় তিনি পেয়েছেন এইবার ক্ষমতা?
উপঢৌকণ হিসেবে নিয়ে গেলেন দেশের ইলিশ,
হাজার হৌক গুরুজীকে করতে হয় তেল মালিশ।
গুরুজির হাতে তুলে দিলেন ‘হাসিনা রচনা সমগ্র’,
মমতা বললেন, “আমি থাকি পিছে তুমি থাক অগ্র।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।