আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
ঠিক চার বছর আগে সামহোয়ারইনে ব্লগিং শুরু করেছিলাম। তখন যে গোটা কয়েক ব্লগার ছিলেন, তাদের ব্লগিং ইতিহাস ছিল দীর্ঘ আর আমি ছিলাম নিতান্তই বাচ্চা।
বাংলায় টাইপ করার অভিজ্ঞতা ছাড়া ব্লগার হবার কোনো যোগ্যতাই ছিল না। ভাগ্যিস সামহোয়ারইনের সাক্ষাত পেয়েছিলাম, না হলে লন্ডনের মতো জায়গায় নতুন এসে বন্ধু খুঁজে বের করতে নাজেহাল হতে হতো।
বরঙ সামহোয়ারইনই কম্পিউটারের সাথে যুক্ত রেখে অলস দীর্ঘ সময়কে কমিয়ে দিয়েছিল।
কালে কালে অনেক বেলা হয়েছে। যাদের দেখে ব্লগিং শুরু করেছিলাম, তাদের অনেকেই আর এখানে নেই। দ্বন্ধ আর ব্যস্ততায় একে একে সবাই চলে গেছে। আমিও বছরখানেকের জন্য আত্মগোপন করেছিলাম।
চার বছরের হিসেবে আমার পোষ্ট, মন্তব্য আর হিট খুবই কম। মাত্র ৩৪২টি পোষ্ট, ১০০০টি মন্তব্য আর ১লক্ষ খানেক পেজ ভিজিট। অবশ্য ৭০% বলতে গেলে প্রথম দুই বছরই পেয়েছিলাম।
ধীরে ধীরে ব্লগার বেড়েছে, ব্লগ বেড়েছে। লেখা থেকে ছুটে বেড়ানোর প্রবণতাও বেড়েছে।
তাই হয়তো আমার মতো লেখকদের ভাত নেই। একটু মসলাদের চটপটে লেখা না হলে কেউ পড়ে না, মন্তব্য করা তো দূরে থাক।
যখন পুরো পোষ্টগুলো একে একে পড়ে দেখি, অধিকাংশই অতিথি লেখক দেখা যায়। মানে ব্লগারগণ বহিষ্কার হয়েছে। কষ্ট লাগে!
আমাদের মধ্যে এত দ্বন্ধ কেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।