আমাদের কথা খুঁজে নিন

   

এক সময় আর টেক্সট বই ছাপানো লাগবে না - এনসিটিবি চেয়ারম্যান!!! এদিকে প্রাথমিকের প্রতিসেট বই এক হাজার ৫০০ টাকা পর্যন্ত‍!!!‍‍

পাগলের প্রলাপ....

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চলতি বছর প্রথমবারের মত প্রথম থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল পাঠ্যপুস্তক এনসিটিবি’র ওয়েবসাইটে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েবসাইটে বই উদ্বোধনের পরই বিষয়টির পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ কেউ বলেছেন, পাঠ্যপুস্তক ওয়েবসাইটে দিয়ে সরকার অত্যন্ত ভালো কাজ করেছে। অন্যদিকে কেউ কেউ বলেছেন, ওয়েবসাইটে শুধু বই দেখবে বা পড়বে না, ডাউনলোডও করবে। কিন্তু বই ডাউনলোড করতে গিয়ে খরচ বেশি পড়ছে বলেও মন্তব্য করছেন তারা।

যারা এখন পর্যন্ত বই পায়নি তারাই ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করছে বলে জানা গেছে। এ বিষয়ে ভিক্টোরিয়া কেজি স্কুলের শিক্ষক রণজিত রায় রণ বলেছেন, এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা বই পায়নি। ওয়েবসাইট থেকে প্রাথমিকের প্রতিসেট বই ডাউনলোড করতে প্রায় এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত লাগছে। এত টাকা দিয়ে ডাউনলোড করে বই নেয়ার মতো সকলের সঙ্গতি হয়নি। পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস সংযোজন সংক্রান্ত কমিটির সদস্য শিক্ষাবিদ রতন সিদ্দিকী বলেছেন, ওয়েবসাইটে বই দেয়ার সুবিধা ও অসুবিধা দুটোই আছে।

নিুবিত্তদের ওযেবসাইট থেকে বই ডাউনলোড করলে অনেক ভোগান্তি পেতে হবে। বিত্তবানদের জন্য কিছুই না। তিনি আশাপ্রকাশ করে বলেন, বিত্তবানরা নিজ উদ্যোগে ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করে যাদের বইয়ের সমস্যা রয়েছে তাদেরকে উপহার দিতে পারেন। এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তফা কামাল উদ্দিন বলেছেন, নীলক্ষেত থেকে বই ডাউনলোড করলে এতটাকা লাগার প্রশ্নই আসে না। এছাড়া তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন বই ডাউনলোড করতে হবে কেন, ওয়েবসাইটে বই দেয়া হয়েছে পড়ার জন্য।

বিশেষ করে যারা বিদেশে রয়েছে ওয়েবসাইটের বই তাদের জন্য উপকারী হবে। একইসঙ্গে যাদের বইয়ের একটি পৃষ্ঠা হারিয়ে যাবে তারা ওই পৃষ্ঠাটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। তারমতে, ওয়েবসাইটের এই পুরো বিষয়টি কয়েকবছরের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠবে। হয়তো তখন বই ছাপানো লাগবে না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।