"তুমি লতার স্বভাব অবলম্বন কর, আর, আদর্শরূপ ব্ক্ষকে জড়িয়ে ধর-সিদ্ধকাম হবে। যদি তোমার আদর্শের কথা ব'লতে আনন্দ, শুনতে আনন্দ, তাঁর চিন্তায় আনন্দ, তাঁর নামে হ্দয় উথলে ওঠে- আমি নিশ্চয় বলছি, তোমার উন্নয়নের জন্য আর ভেব না । সদ্ গুরুর শরণাপন্ন হও, সত্-নাম মনন কর, আর, "সত্সঙ্গের" আশ্রয় গ্রহণ কর- আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।