আমাদের কথা খুঁজে নিন

   

কোলাহল থেমে গেছে (হাইতির ভয়াবহ মৃত্যুকে স্মরণ করে)



কোলাহল থেমে গেছে- কোলাহল সব মৃত্যুর গহ্বরে স্তব্ধ হয়ে আছে; মৃত্যু গন্ধ,মৃত্যু শব,মৃত্যু হাহাকার মৃত্যু নতজানু সম্মিলিত বিনাশের কাছে। মানুষ বিস্রস্ত,পরিত্যক্ত আবর্জনা যেন ছড়িয়ে ছিটিয়ে আছে পূঁতিগন্ধময় চাপা-পড়া শবদেহ-ভাগাড়ের মতো পড়ে আছে,কে দেবে শান্তনা-বরাভয়! প্রযুক্তির বিপরীতে এখনো মানুষ খুব অসহায় এখনো তো নতজানু প্রকৃতির কাছে এখনো মৃত্যুর অধিক মৃত্যুতে তড়পায় মত্যু হানে ডাঙ্গায়,পানিতে ও মান্দাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।