আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...
গুণে গুণে তিন দিন হতে চলল আজ। পোস্ট দিতে পারছি না কিছুতেই। ইচ্ছে হয় ঠিকই, কিন্তু অবচেতন মন তাতে সায় দেয় না। একটা লেখা লিখেও ফেলে রেখে দিয়েছি। জটিল ও অভিনব এই সমস্যাটা আসলে ঠিক কখন থেকে শুরু হয়েছে, আমি নিজেও ঠিক বুঝতে পারছি না।
লজ্জায় সেটা আবার কাউকে বলতে পারছি না। সইতেও পারছি না। আহত ব্যাঘ্রের মতো গত তিন দিন ধরে নিয়ম করে প্রতি বিকেল আর রাতে নিজের ব্লগে একবার করে চোখ বুলিয়ে যাচ্ছি। কিন্তু হয় না, গরিবের কপালে আসলে সবকিছু হয় না। দু লাখ হিটের পর ৫০৫১-তে গিয়ে হিট কাউন্টার সেই যে মুখ ঘোমড়া করে স্থির হয়ে বসে আছে, নড়ার আর নাম নেই।
উদ্বিগ্ন আমি হা-হুতাশ করে যাই, বালিশটা এদিক থেকে ওদিকে নেই। কিন্তু হায়রে পাষাণ হিট কাউন্টার!
চিন্তা করছি, হিট না হলে লিখে লাভ কী? আমি তো আর জাতি উদ্ধারের জন্য ব্লগে আসিনি।
শ্লার, কী হৈল আমার?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।