আমাদের কথা খুঁজে নিন

   

কম আলোতে ও তুলুন সুন্দর ছবি (শুধুমাত্র নবীন ফটোগ্রাফারদের জন্য)

মহলদার
আমাদের অনেকেরই ধারণা কম আলোতে বা ঘরের ভেতর সাধারণ ক্যামেরায় সুন্দর ছবি তোলা সম্ভব নয়। এর জন্য বোধহয় এস এল আর দরকার। কিন্তু না, আপনার ক্যামেরায় যদি ম্যানুয়ালি সেটিংসের অপশন থাকে তাহলে আপনার ক্যামেরা দিয়েও ঘরের ভেতর কিংবা অল্প আলোতে ও কিন্তু সুন্দর ছবি তোলা সম্ভব। তবে নড়নক্ষম কোন জিনিষ নয় শুধুমাত্র স্থির কোন জিনিষের ছবি তুলতে এই পদ্ধতি ভাল কাজ দেবে। কিভাবে? এর জন্য আপনার প্রথম যে জিনিষটার দরকার সেটা হলো একটা ট্রাইপড।

অন্য যে কাজটি করতে হবে তা হলো, আপনার ক্যামেরায় ম্যানুয়াল সেটিংসয়ে (M) গিয়ে এক্সপোজার টাইম (১/২.৫ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড), অ্যাপারচার ভেলু (f ৩.২ থেকে ১৬) আর আইএসও ভেলু (১০০ থেকে ৪০০) কাস্টমাইজ করে নিতে হবে। (আপনি যদি বিভিন্ন এক্সপোজার টাইম, অ্যাপারচার ভেলু আর আই এসও ভেলু সেট করে কিছু ছবি তুলে এক্সপেরিমেন্ট করেন তাহলে বিষয়গুলো বুঝতে আরো সহজ হবে। আপনার ক্যামেরা ম্যানুয়াল পড়ে কিভাবে এই সেটিংগুলো করতে হবে তা সহজেই বুঝতে পারবেন)। স্বল্প আলোতে এইরকম সেটিংস করে ছবি তুলতে হলে দরকার ক্যামেরা স্থিরভাবে ধরে রাখা, কিন্তু হাত দিয়ে ক্যামেরা স্থির ভাবে ধরে রাখা সম্ভব নয়। একটু হলেও কেঁপে যাবে।

সেজন্যই আপনার ক্যামেরাটাকে বসাতে হবে একটা ট্রাইপডে। আর ছবি তোলার সময় অবশ্যই রিমোট ব্যবহার করতে হবে। রিমোট না থাকলে ব্যবহার করতে হবে সেল্ফ টাইমার, অর্থাৎ আপনার ক্যামেরা ১০ সেকেন্ড বা ৩০ সেকেন্ড পর স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলবে এরকম অপশন সেট করে দিতে হবে। এই পদ্ধতিতে রাতের বেলারও সুন্দর ছবি (আলোক সজ্জা, ফায়ার ওয়ার্ক ইত্যাদি) তোলা সম্ভব আপনার সাধারণ মানের ক্যামেরা দিয়ে। কাজ নেই তো খই ভাজ মার্কা নিচের ছবি গুলো ক্যানন এস ৫ আইএস দিয়ে তোলা এরকম কিছু এক্সপেরিমেন্ট।

এগুলোর অ্যাপারচার ভেলু (f)-৩.২, এক্সপোজার টাইম ১/৫ সেকেন্ড, আইএসও ১০০ (দু’একটা ছবির সেটিংস সামান্য এদিক ওদিক আছে)। তো হয়ে যাক এক্সপেরিমেন্ট।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।