শেষ বলে কিছু নেই
একটি চাকার পেছনে একটি বালক অনেকক্ষণ ধরে দৌড়োচ্ছে
দৃশ্যটা দেখতে দেখতে একটা গোটা বালকবেলা
যে কোন মানুষের- শিল্পী কিংবা শিল্পপতি
চারআনার ভিক্ষুক কিংবা রাষ্ট্রপতি-
কিচ্ছু এসে যায় না, হোক সে মিস ইউনিভার্স
অথবা মহানায়ক-
তিনি সে বা তাহাদের জীবনের তীর ঘেষে
আমিও দৌড়ে যায়:
সামনে একটি চাকা- বাঁশের চটা দিয়ে বানানো
ঘুরতে থাকে স্পোকের বাঁকানো রিঙের মধ্যে
চাকা আর স্পোকের মধুর সংঘাতের মধ্যে গুন গুন করে
এক কবির ভবিষ্যতের অনিশ্চয়তা...
ঘূর্ণ্যমাণ চাকা ড্রেনের নোংড়ার মধ্যে ডুবে গেলে নিরাশ বালক
ফিরে আসে তার অতি-আপন অভিমানী গণ্ডির মধ্যে
আমি ফিরে আসতে পারি না।
শিল্পী কিংবা মহানায়ক, কবি ও কাঙ্গাল
শিল্পপতি বা রাষ্ট্রপতি’র জীবনের উজান-গঙ্গা
আমাকে ঠেলে নিয়ে যায় ঢের দূরে- আরো উজানে
যেখানে চাকা আর স্পোকের মধুর সংঘাতের মধ্যে গুন গুন করে
এক কবির ভবিষ্যতের অনিশ্চয়তা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।