আমাদের কথা খুঁজে নিন

   

বলিউডে রবীন্দ্রসংগীত

!!!
নকল শুধুমাত্র ঢাকাই চলচ্চিত্রের নির্মাতারা করেন না। বলিউডেও হয়ে থাকে। পার্থক্য এই যে বলিউডে নির্মাতারা তাদের নিজস্ব কিছু মেধার প্রয়োগ করে সেই নকলকে দর্শকদের নিকট গ্রহনযোগ্য করে তুলেন। আর আমাদের মেধাহীন নির্মাতারা আখ্যায়িত হন নকলবাজ নামে। বলিউড রবীন্দ্রসংগীতকে কীভাবে তাদের ছবিতে ব্যবহার করেছে চলুন জেনে নেই তার কিছু কাহিনী।

■ রবীন্দ্রনাথকে হিন্দি চলচ্চিত্রের সংগীতে ব্যবহারের প্রথম কাজটি করেছিলেন শচীন দেব বর্মণ ‘ট্যাক্সি ড্রাইভার (১৯৫৪)’ ছবিতে। তিনি ‘হে ক্ষণিকের অতিথি’ গানটি রূপান্তর করেন ‘যায়ে তো যায়ে কাহা’ শিরোনাম। গানের মেল ও ফিমেল ভার্শনে কন্ঠ দেন যথাক্রমে তালাত মাহমুদ ও লতা মুঙ্গেশকার। এস ডি বর্মণ এই গানের জন্য ‘ফিল্মফেয়ার’সেরা সুরকারের এ্যাওয়ার্ড পেয়ে যান। ♫ যায়ে তো যায়ে কাহা- তালাত মাহমুদ ♫ যায়ে তো যায়ে কাহা- লতা মুঙ্গেশকার ♫ হে ক্ষণিকের অতিথি - কলিম শরাফী ■ আবারও এস ডি বর্মণ।

ঋষিকেষ মুখার্জির পরিচালনায় ‘অভিমান (১৯৭৩)’ চলচ্চিত্রে লতা মুঙ্গেশকার ও কিশোর কুমারকে দিয়ে রেকর্ড করান ‘তেরে মেরে মিলন কি ইয়ে র‌্যায়না’। গানটি সুপারহিট হয়ে যায়। সাথে সাথে অমিতাভ বচ্চনও কিছুটা জায়গা করে নেন বলিউডে। শচীন দেব গানের সুর নিয়েছিলেন ‘যদি তারে নাই চিনি গো’ থেকে। ♫ তেরে মেরে মিলন কি ইয়ে র‌্যায়না - লতা মুঙ্গেশকার ও কিশোর কুমার ♫ যদি তারে নাই চিনি গো - রেজওয়ানা চৌধুরী বন্যা ■ রাজেশ রোশান ‘ইয়ারানা (১৯৮১)’ ছবিতে কিশোর কুমারের কন্ঠে রেকর্ড করেন ‘ছুঁ কার মেরে মান কো’ শিরোনামের গানটি।

কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে গানটির শ্যুটিং হয়। লিপসিং করেন অমিতাভ বচ্চন। বিশাল হিট হয় গানটি। হিটের কৃতিত্ব রবীন্দ্রনাথের ‘তোমার হলো শুরু আমার হলো সারা’ গানের সুর। ♫ ছুঁ কার মেরে মান কো - কিশোর কুমার ♫ তোমার হলো শুরু আমার হলো সারা - সাদী মোহাম্মদ ■ দস্তয়োভস্কি'র জনপ্রিয় উপন্যাস ‘ইডিয়ট’ অনুকরণে তৈরি হয় চলচ্চিত্র ‘যুগপুরুষ (১৯৯৭)’।

প্রীতি উত্তমের কন্ঠে রাজেশ রোশান সুর করেন গান ‘বান্ধান খুলা পানছি উড়া’। মূল নারী চরিত্র মনীষা কৈরালা’র লিপে গানটি চলচ্চিত্র দেখা যায়। সুর বহুলশ্রুত রবীন্দ্র সংগীত ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ থেকে নেয়া। ♫ বান্ধান খুলা পানছি উড়া - প্রীতি উত্তম ♫ পাগলা হাওয়ার বাদল দিনে - রেজওয়ানা চৌধুরী বন্যা ■ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘পরিণীতা’ নিয়ে প্রদীপ সরকার একই টাইটেলে তৈরি করেন চলচ্চিত্র ‘পরিণীতা (২০০৫)’। সোনু নিগাম ও শ্রেয়া ঘোষাল ‘পিয়ু বলে’ গানে কন্ঠ দেন শান্তনু মৈত্রের সুরে।

গানটি বিখ্যাত ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ অবলম্বনে তৈরি। ♫ পিয়ু বলে- সোনু নিগাম ও শ্রেয়া ঘোষাল ♫ ফুলে ফুলে ঢলে ঢলে - সাহানা __________ তথ্য: ইন্টারনেট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।