আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃত অপরাধীদের যথার্থ সাজা চাই, তাই বলে তো এসব মানতে পারছি না !!! (শুধুমাত্র মুসলিমগণ ই মন্তব্য করবেন)

সবচেয়ে অবাক লাগে এটা ভেবে যে যারা একাত্তরে বাংলাদেশের সাথে বেইমানী করেছে, তারাই এ দেশের ক্ষমতা পেতে চাইছে ! তারা চাইছে এখানে রাজত্ব করতে ! এটা কি তাদের বিবেকেও বাধে না ??!!! প্রবাদের কথা “চুরিতো চুরি আবার সিনাজুরি”। জীবনে দেখলাম যারা কারো সাথে বিট্রে করে ধরা পরে, পরবর্তীতে ক্ষমা পেলেও লজ্জার সাথে একটু দুরুত্ব রেখে চলে। কিন্তু……… তাই অপরাধীদের সাজা সবাই চায়, তাই আমিও এর ব্যতিক্রম নই। তাই তরুন প্রজন্মের একাগ্রতাকে স্বাগতম। সত্যের লড়াই যুগে যুগে সমাধৃত, প্রশংসার যোগ্য, গর্বের বস্তু।

কিন্তু……. বলার আগে একটা স্মৃতি মনে পড়ল ১) ২০০৫ সালের ঘটনা। সাভারে কোন এক গার্মেন্ট ভবন ধসে গিয়ে অনেক প্রানহানীর ঘটনা ঘটে। এর মধ্যে এক ব্যক্তির ৫ বা ৭ দিন আটকে থাকার পরও জীবিত উদ্ধার করা হয়। প্রথম আলো সহ বেশ কিছু দৈনিকে ছাপা হয় তার দুর্বিশহ স্মৃতিময় ৭ দিনের কথা। সে বলছিল “…… ।

ক্ষুধার্থ আর দুর্বলতা এমন ভাবে পিপাসার্থ করেছিল যে সিদ্ধান্ত নিলাম হাতের কাছে যে বতলটা আছে তার মধ্যে পস্রাব করে এটা দিয়েই তৃষ্ণা নিবারণ করব। সেভাবে বতল পুর্ণ করে যখন মুখে দিব তখন কেমন যেন বিবেক থেকে বাধা দিল। মনে হল “অপবিত্র ও বজ্র দিয়েতো আর পবিত্র মুখের তৃষ্ণা নিবারণ হয় না। তাই এত করুন অবস্থায় ও এটা আমি পারলাম না। ”………।

” ২) ইসলাম শান্তির ধর্ম, জঙ্গিবাদ বা হত্যা হাঙ্গামা দিয়ে ভাল কিছু আ্সে না, কিছুতেই না। ৩) খারাপ সেটা বড় থেকে বড় কিবা ছোট থেকে ছোট, যে ই করূক তা খারাপ ই। এখন আন্দোলন মানি বা সাপোর্ট করি কিন্তু ১) আল্লাহর অস্তিতের অবমাননা তো মানতে পারি না। ২) রাসুল সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম, যিনি বর্তমানেই ২০১ কোটি মুসলিমের আদর্শ তার প্রতি কটাক্ষ তো মানার মত না। ৩) পুরুষ-মহিলা একসাথে একজায়গায় ২৪ ঘন্টা বা কম-বেশী বে-পর্দা অবস্থান কোন ভাবে ইসলামিক দৃষ্টিতে সমর্থণ করা যায় না।

৪) অধিকাংশ সময় নৃত্য-বাজনা, যা ইসলামিক দৃষ্টিতে সমর্থণ করা যায় না। ৫) এসব বিষয় যারা বলতে যায়, তাদেরকে অপবাদ দেয়া তো ইসলামিক দৃষ্টিতে সমর্থণ করা যায় না। ৬) কোন বিন্দু পরিমান ঈমানওয়ালাও এসব মানতে পারেনা। আমরা সত্যকে সত্য ও অন্যায় কে অপরাধ বলব কিন্তু তার মানে কি এই যে, এক অপরাধের আড়ালে আরেকটি অপরাধকে পশ্রয় দিতে পারি না। খারাপ কাজ করি, তবে তা খারাপ জেনেই করি, এটা কে মহৎ কিছু কেন ভাবব? !! কথাগুলো বিশিষ্ট ইসলামিক বিশেষজ্ঞদের মতামত থেকে গৃহীত।

কথাগুলো ভাববার ও বিবেচনার বিষয়, তাই পোষ্ট টি করলাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।