আবাসন শিল্পের সংশ্লিষ্টদের সঙ্গে গৃহায়ন ও পুর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান রোববার সচিবালয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে তিনি ভূমিদস্যুদের সাবধান করে দিয়ে বলেন, মানুষের জমি আপানার জোর করে দখল করবেন না। তিনি বলেন, আবাসন শিল্পের সঙ্গে জড়িতরা আজ দস্যু হয়ে গেছে।
বুসন্ধরা গ্রুপ বাজারে একটি দৈনিক এনেছে। ইতিমধ্যে সেটি অনেকের নজর কেড়েছে।
পত্রিকাটির শ্লোগান নয়, আংশিক নয় পুরোপুরি সত্য। পত্রিকাটি তাদের সব বিজ্ঞাপনে জোর দিয়ে বলেছে, তারা সব ঘটনার শতভাগ সত্যি খবর ছাপবে।
কিন্তু আজকে কালের কণ্ঠে সংবাদটি পড়ে মনে হলো, সত্য তো নয়ই, কিভাবে পুরোপুরি একটি সংবাদকে মিথ্যা করা যায় সেটি করা হয়েছে। ওই বৈঠকে বসুন্ধরার গ্রুপ বা ভূমিদস্যুদের বিরুদ্ধে মন্ত্রী যে সাহসী বক্তব্য দিয়েছেন তার কিছুই দৈনিকটি ছাপেনি। বরং কৌশলে পুরো ঘটনাকে মিথ্যা করে তুলেছে।
এই লিংকে গিয়ে পুরো সংবাদটি পড়তে পারেন।
(Click This Link)
তাহলে কালের কণ্ঠ যে শতভাগ সত্যির স্লোগান দিলো সেটি যে শতভাগ সত্যি নয়, সেটিই প্রমানিত হলো। কাজেই মানুষকে বোকা বানানোর দরকার নেই। পত্রিকা প্রকাশের দ্বিতীয় দিনেই কালের কণ্ঠ যেভাবে সত্যিকে আড়াল করলো তাতে তাদের উদ্দেশ্য পরিস্কার হয়ে গেলো। আমার মনে হয় পত্রিকাটির স্লোগান দ্বিতীয় দিনেই মিথ্যা হয়ে গেছে।
এখন এর স্লোগান হওয়া উচিত, আংশিক সত্য, বাকিটা মিথ্যা।
একটি গণমাধ্যম কখনোই কোন ঘটনার শতভাগ সত্যি বলতে পারে না। এক একটি ঘটনা এক একজনের কাছে একেকরকম। কাজেই শতভাগ সত্যির দাবি করাটা এক ধরনের প্রতারণা। আর বিশ্বায়নের এই যুগে প্রতিটি গণমাধ্যমই কোন না কোন উদ্দেশ্যে বাজারে আসে।
সারা বিশ্বেই সেটি হয়েছে। কিন্তু সেই উদ্দেশ্যটি যদি হয়, পাঠকের কাছে গ্রহণযোগ্য করে ব্যাবসা সেটি মঙ্গলজনক। কিন্তু উদ্দেশ্য যদি হয়, ব্যাবসার জন্য পত্রিকা ব্যাবহার সেটি ভয়াবহ বিপদজনক। আমার মনে হয়, কালের কণ্ঠ ব্যাবসা রক্ষার জন্য পত্রিকা বের করছে। এখনো সময় আছে, সেটি না করে সত্যিকারভাবে পত্রিকাটি দাঁড় করানোর চেষ্টা করা যেতে পারে।
এটিকে ব্যাবসাসফল করে তোলা যেতে পারে। তাহলেই দেশ ও জাতির মঙ্গল হবে না। অন্তপক্ষে বিপদ হবে না সেটি বলতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।