আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মভিত্বিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হলে কম্যুনিজম এর কি হবে?



সংবিধান এর ৫ম সংশোধনী আংশিক বাতিল হয়ে গেলে ধর্মভিত্বিক রাজনৈতিক দলগুলো নিশিদ্ধ হয়ে যাবে। ধর্মভিত্বিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হলে কম্যুনিজম এর কি হবে? যেই অর্থে ইসলাম ধর্ম সেই অর্থে কম্যুনিজম কি ধর্ম না? আবার যেই অর্থে কম্যুনিজম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আদর্শ সেই অর্থে ইসলাম ও কি একটি আইডিওলজ়ী না? কম্যুনিজম এর একজন নবী(প্রবক্তা) আছেন। তার নাম কার্ল মার্ক্স । একটা কোরান (মুল মেনিফেস্টো বা ধর্মগ্রন্থ ) ও আছে, দাস ক্যাপিটাল। এর প্রথম কেবলা মস্কো, দ্বিতীয় কেবলা পিকিং।

এর খোলাফায়ে রাশেদা লেনিন, উমাইয়া খিলাফত হল স্তালিন আর আব্বাসীয় খেলাফত মাও। উভয়েরই জংগীবাদী রাজনীতির ইতিহাস আছে। জে এম বি আর পুর্ব বাংলা কম্যুনিস্ট পার্টি। ধর্ম কখন আইডিওলজ়ী হয় আর আইডিওলজ়ী কখন ধর্ম হয়, ভেদরেখাটা জানেন নাকি কেউ? একটা আইডিওজী হিশাবে ইসলামী রাজনীতির কন্সেপ্ট আছে সারা দুনিয়ায়। এই ফেনোমেনন কে বিবেচনা করতে হবে, এইটা বিবেচনার দাবি ও রাখে।

যে কারনে আমাদের গনতন্ত্রে কম্যুনিজম এর রাজনীতি করার আধিকার আছে সেই একি কারনে ইসলাম এর ও রাজনীতি করার অধিকার থাকা উচিত। এরপর এই রাজনীতি মানুষ গ্রহন করবে কি না সে তা স্বাভাবিক গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।