আমাদের কথা খুঁজে নিন

   

পোস্টক্রসিং - আসুন একুশে চেতনায় পুরো পৃথিবীকে নতুন করে জানি ও জানাই!

.......এইতো আছি বেশ ইন্টারনেট ও ইমেইলের যুগে আপনি এখনও যদি হাতে লেখা কার্ড পুরো পৃথিবীর যে কাউকে দিতে ও পেতে চান তাহলে এই ওয়েবসাইটে একবার ঢু মেরে আসুন: পোস্টক্রসিং আর সে সাথে অন্যদের সম্পর্কে তো জানলেনই , আর পুরো পৃথিবীকে জানিয়ে দিলেন বাংলাদেশের কথা, আমাদের একুশে চেতনার কথা। ওয়েবসাইটটি থেকে এর বাংলা অনুবাদ এর অংশটুকু তুলে দিলাম: এই প্রজেক্ট এর লক্ষ্য হল পুরো পৃথিবী থেকে মানুষকে বিনামূল্যে পোস্টকার্ড পেতে সাহায্য করা। সত্যি বলতে কি, প্রায় বিনামূল্যে! মূল ধারনাটা হল: যদি তুমি একটি পোস্টকার্ড পাঠাও, তাহলে তুমি আরেকটি ফেরত পাবে পৃথিবীর কোন এক প্রান্তের অজানা কোন পোস্টক্রসার এর কাছ থেকে। কেন? কারণ, প্রণেতার মত, আরো অনেকেই আছেন যারা সত্যিকার চিঠি পেতে পছন্দ করেন। কারণ পৃথিবীর নানা জায়গা হতে (অনেকগুলোর নাম হয়ত তুমি শুনোইনি) পোস্টকার্ড পাওয়ার যে চমক সেটা তোমার চিঠিরবাক্সকে একটা চমকের বাক্সে পরিণত করতে পারে – এবং সেটা কেইবা না পছন্দ করবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।