আমাদের কথা খুঁজে নিন

   

নিকাব/বোরখা/হিজাব---কোনটা কি?? ফ্রান্সে নিষিদ্ধ কোনটা? আর ইসলাম কি বলে??

পানি ও বিদ্যুতের অপচয় রোধে এগিয়ে আসুন!

সম্প্রতি ফ্রান্সে পাবলিক প্লেসে বোরকা ব্যান নিয়ে সারা দুনিয়াতেই হাউ কাউ চলতেছে, ইসলাম অবমাননার অভিযোগ আসতেছে। আবার নিকাব নাকি ব্যান না! এই ২ টার তফাতই আমি জানতামনা। এরজন্য উৎসাহী হয়ে নেটে ঘাঁটাঘাঁটি, তার ফলাফল এই পোস্ট নিকাব/বোরকা/হিজাব: বোরখা হচ্ছে সেই পোশাক, যেটা সম্পূর্ণ মুখমন্ডল ঢেকে রাখে। চোখের জায়গায় থাকে কাপড়ের জাল। এটার প্রচলন আফগানিস্তানে এবং সৌদী আরবে সবচেয়ে বেশী।

নিকাব হল বোরকার মতই, তবে এতে চোখের ওপর কোন আবরণ থাকেনা। হিজাব হচ্ছে এমন একটা পোশাক যেটায় মুখমন্ডল আর হাতের পাতা অনাবৃত থাকবে, কিন্তু গলা থেকে বাকী অংশ আবৃত থাকবে। ফ্রান্সে কোনটা নিষিদ্ধ: পাবলিক প্লেসে বোরকা নিষিদ্ধ করা হয়েছে, যেটাকে মুসলিম ট্রাডিশন থেকে বেশী সৌদি ট্রাডিশন বলে মনে করা হয়, অন্তত ইউরোপে। আর বোরকা পড়লে ৭০০ পাউন্ড জরিমানা, আর কাউকে পড়তে বাধ্য করলে দ্বিগুণ জরিমানা (যেমন স্বামী কর্তৃক স্ত্রীকে বাধ্য করা হলে স্বামীর ১৪০০ পাউন্ড জরিমানা) ইসলামে কি বলা আছে: বিষয়টা নিয়ে কিঞ্চিত মতদ্বৈততা আছে, তবে, অধিকাংশ মুসলিম স্কলারের মতে, হিজাবকেই বাধ্যতামূলক করা হয়েছে। আর অল্প কিছু সংখ্যক স্কলারের মতে, নিকাব বা বোরকা বাধ্যতামূলক।

প্রসঙ্গত, মুখমন্ডল ঢাকার এই রীতি মুসলিম যুগের আগেও বহু কালচারে ছিল। হিজাব আর নিকাব নিয়ে দুটি চমৎকার, তথ্যবহুল, রেফারেন্স সমৃদ্ধ লেখা আছে বিবিসি ওয়েবসাইটে। আমার পোস্টের শেষ অংশের তথ্যগুলোও ওখান থেকে নেওয়া। Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।