আহমদ ময়েজ
এথনিক কমিউনিটি বৃটেনকে সমৃদ্ধ করেছে
লন্ডন, ৬ জানুয়ারি - বৃটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, নানাবর্ণে আর নানা বিশ্বাসকে ধারণ করে বৃটেন আরও সমৃদ্ধ হয়েছে। তিনি বলেন, হাইকোর্ট থেকে শুরু করে আর্মড ফোর্স, সিনিয়র সিভিল সার্ভিস থেকে শুরু করে শীর্ষ স্থানীয় ব্যবসায়ী, পুলিশ ফোর্স থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় - এককথায় বৃটেনের সর্বত্রই আজ এথনিক কমিউনিটির লোকজনের সরব পদচারণা রয়েছে। তাদের এই পদচারণা থেকে বৃটেনই লাভবান হচ্ছে। গর্ডন ব্রাউন মঙ্গলবার বৃটেনের বাংলা মিডিয়ার কয়েকজন সাংবাদিকসহ এথনিক কমিউনিটির আরো কয়েকজন সাংবাদিক ও শীর্ষ স্থানীয় রাজনীতিবিদদের উদ্দেশ্যে একথা বলেন। ১০নং ডাউনিং স্ট্রিটে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে গর্ডন ব্রাউন আরো বলেন, বৃটেন বহুবর্ণ আর বিশ্বাসের যে মূল্যবোধকে ধারণ করে তা পৃথিবীর সব দেশকেই করা উচিৎ।
হিংসা বিদ্বেষের যুগ পৃথিবী থেকে বহু আগেই বিদায় নিয়েছে। প্রসঙ্গক্রমে তিনি নেলসন ম্যান্ডেলা কর্তৃক অনুপ্রাণিত হওয়ার কথাও উল্লেখ করেন। ব্রাউন বলেন, কনজারভেটিভের তুলনায় লেবার পার্টির শাসনামলেই বর্ণসাম্যের বিষয়টি বেশি প্রাধান্য পায়। লেবার পার্টি ভবিষ্যতেও এই সাম্য বজায় রাখার জন্য সংগ্রাম চালিয়ে যাবে যাতে করে এই পার্টিই শুধু উপকৃত হবে না, উপকৃত হবে সরকার তথা দেশও। গর্ডন ব্রাউন লেবার পার্টির মাধ্যমে আসন্ন নির্বাচনের মধ্যদিয়ে বৃটেনের মূলধারার রাজনীতিতে আরো বহু এথনিক ব্যাকগ্রাউন্ডের রাজনীতিবিদের আত্মপ্রকাশ ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্যারনেস পলা উদ্দিন এবং বেথনাল গ্রিন এন্ড বো আসনে লেবার পার্টির মনোনীত প্রার্থী রুশনারা আলীও উপস্থিত ছিলেন।
সুরমার সৌজন্যে :
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।