আড্ডা ছাড়া মানুষ বাচে ? আমি বলি "না"-- আড্ডা ছাড়া মানুষের এক দিন ও চলে না। সুধু আমি না ,আমার সব আড্ডাবাজ বন্ধুরা এ-কথাই বলবে। তাই নিয়মিত আড্ডা দেই।
আড্ডার সবচাইতে বড় চেলেন্জ হল - প্রতিদিন একই জায়গায় আড্ডা দিতে ভাল লাগে না,ঠিক জমে না। তাই প্রায়ই স্পট(জায়গা) পরিবর্তন করতে হয় ।
একটা দারুন স্পট পেয়ে গেলাম । নাম দিয়ে দিলাম "হেভেন পয়েন্ট", রেল লাইন একটা ব্রিজের মতন চারিদিকে পানি জোশ জায়গা। বর্ষায় জায়গাটা অনেক ফাটাফাটি। এমনি এক বর্ষায় ২ দিন আড্ডা বন্ধ থাকে প্রচন্ড বৃষ্টিতে। ৩য় দিন কোন বৃষ্টি নেই, ঝকমকে তারা , আজকে আড্ডা হবে সেইরকম।
যথা সময়ে আড্ডা দিতে যাই কিন্তু খুবই হতাশ হই কারন আমরা মাত্র ৫ জন,প্রতিদিন প্রায় ১৫-২০ বন্ধু আড্ডা দিই।
৫ জন আড্ডা দিচ্ছি, অপেক্ষা করছি কখন সবাই আসবে , কিন্তু আসার নাম নেই কারো,ফোন দিই জানতে পারি আসল ঘটনা , গত ২ দিন পর পর দুটা মানুষ ট্রেনের নিচে চাপা পরে "হেভেন পয়েন্টে", পুলিষ নাকি খুনের সন্দেহে আমাদের খুজছে। আমরা যেন তারাতারি ওখান থেকে সরে আসি। হায় হায় একি বিপদ , পুলিষ খুজছে আমাদের ?
ঠিক তখনই দুর থেকে কে যেন হাই পউয়ারের টর্চ আমাদের দিকে তাগ করল। নিশ্চিত পুলিষ, আমরা সান্ত থাকে চেষ্টা করলাম , জিগ্গেস করলে আমরা আমাদের পরিচয় দিব, সব চাইতে আশার কথা ৫ জনের মধ্যে ১ জনের বাবা পুলিষ অফিসার ।
সেই বন্ধু বল্ল , মাডার কেস দোস্তরা "আগে মাইর পরে কথা " -- এ বলেই উল্টা দিকে দৌরানো শুরু করল,উপায় না দেখে আমারাও দৌড়ানো শুরু করি....। আবার বলে গুলির শব্দ শুনলে সাবাই শুয়ে পরবি! এ কাথা শুনে দৌরের গতি বাড়িয়ে দিই।
দারুন এক অভিজ্ঞতা, রেল লাইন দিয়ে পুলিষের ধাওয়া ,না দেয়া যাচ্ছিল ১ স্টেপ না ২ স্টেপ , ব্যাঙের মতন লাফাতে হচ্ছিল, ঘন্টা খানেক লাফানোর পর আর পারি না , কিন্তু কোন লোকালয় নাই শুধুই জন্গল।
আল্লাহ শেষ পর্যন্ত সহায় হল , পাশেই একটা গ্রাম সবাই ঢুকে পরি ,গ্রামে ঢুকটেই লোক জন "চোর চোর" বলে চিৎকার চেচামাচি শুরু করল। সত্যিকার অর্থে সবাই ঘুমাচ্ছিল , হঠাৎ ঘুমে ব্যাঘাত হওয়াতে সবাই বিরক্ত, গ্রামের চৌকিদার আমাদের মসজিদের ইমামের কাছে নিয়ে গেল , ইমাম সাহেব আমদের বেপারটা বুঝলেন(আল্লাহ সহায়)।
রাতে উনি ঘুমানোর ব্যবস্থা করলেন। খুব সকালে সেখান থেকে পালাই।
[জীবন টা আসলে মজায় ভর্তি, সেই সব আড্ডা বাজ বন্ধুদের কথা মনে পরছে.....।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।