একটু ঘুম...ঘুম ... একটু ঘুম
কি সুরাত তোমার
সুরাত তোমার
সুরাত তেরে
মাইয়ে তোমায় তো দেখছি
পড়ে আছো মেক্সি
তোমার জন্যে দাঁড়িয়ে আছে টেক্সি।
স্টাইলটা তোমার দেখি ফিটফাট
উপরে যেমন তেমন
মনটা সদরঘাট।
আমি চুপিচুপি দেখেছিলাম হাত এ চা’র কাপ
ঠোটে যে ছেকা খেলাম অরে বাপরে বাপ,
তোমার চেহারাটা বেস...তোমার লম্বা লম্বা কেশ
বলি কোথায় তোমার দেশ।
এই তোমার মোবাইল নাম্বারটা দাও না!
কি সুরাত তোমার
সুরাত তোমার
সুরাত তেরে...
মাইয়ে তোমায় তো দেখসি
পড়ে আছো মেক্সি...
তোমার জন্যে দাঁড়িয়ে আছে টেক্সি।
এই সিজনে বলো মন কি যে চায়
বিয়ে করে চাপাই নবাবগঞ্জে যাই
নতুন জামাই হয়ে জস্টি মাসে
আম ছিলে খাবো হেসে হেসে...
আমি ভাবতে ভাবতে হায়
চলে এলাম যে কোথায়
দেখি চিড়িয়াখানায়...
আমি এখন বান্দরের খাছায়...
কি সুরাত তোমার
সুরাত তোমার
সুরাত তেরে...
মাইয়ে তোমায় তো দেখসি
পড়ে আছো মেক্সি...
তোমার জন্যে দাঁড়িয়ে আছে টেক্সি।
Download Link:
http://www.mediafire.com/?mtbtowuz5y2
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।