আমাদের কথা খুঁজে নিন

   

এনসিটিবির প্রশংসনীয় উদ্যোগ ...

গভীর কিছু শেখার আছে ....

এনসিটিবি এবার বছরের প্রথম থেকেই শিক্ষার্থীদের কাছে পাঠ্য পুস্তক পৌঁছুতে চেষ্টা করেছে এবং করছে। তবে তাদের যে উদ্যোগটি খুবই প্রশংসনীয়, সেটি হলো এনসিটিবি তাদের ওয়েবসাইটে প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক স্তরের বইগুলো পিডিএফ ফরমেটে ডাউনলোড করার সুবিধা দিয়েছে। এতে করে কেবল যে শিক্ষার্থীরাই যে উপকৃত হবে তা নয়। বরং যারা শিক্ষাজীবন শেষ করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের পরীক্ষা দিচ্ছেন তারাও উপকৃত হবেন। কারণ দেখা গেছে অনেক সময়ই এসব নানা পরীক্ষায় এসব বইগুলো বেশ সহায়ক ভূমিকা রাখে। উপরন্তু যারা প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত টিউশনি করেন তারাও সহজেই এসব বই থেকে প্রশ্ন করা থেকে শুরু করে পাঠদান প্রস্তুতি নিতে পারবেন। তবে এ সুবিধাটি এনসিটিবি উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিভিন্ন বইয়ের ক্ষেত্রে দিলে তা আরো অনেকের জন্যই যে উপকৃত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।