রিকশা চালায় দুঃখী ছেলে
কিংবা ঠেলে ভ্যান-
এই শিশুদের ভাগ্যে তবু
ভাত জুটেনা ক্যান?
পড়াও নেই লেখাও নেই
ভাঙে আবার ইট,
ওরা বুঝি এই সমাজের
মানুষ নামের কীট?
তাদের বলি ছিন্নমুকুল.
ভিন্ন হরেক নাম-
মেঘের জলে ভিজে এবং
রৌদ্রে ঝরায় ঘাম-
আহা, পায়না তবু দাম!
তোমরা খাবে বিরিয়ানি
কোরমা-পোলাও দই,
পান্তাপানি পায়না তারা
ওসব পাবে কই?
রাত্রি এলে গাছতলাতে
ফুটপাতে হয় ঘুম-
এডিস মশা হুল ফুটিয়ে
দেয় যে কত চুম।
উদোম দেহ, ময়লাভরা
মাথায় এলোচুল-
তাদের যদি কয়লা ভাবি
হয়না তাতেও ভুল-
ওরা, বঞ্চিত আবদুল!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।