আমাদের কথা খুঁজে নিন

   

উদয়নের অভিভাবকদের বিক্ষোভ

রোববার রাতে বিদ্যালয়ের গভর্নিং বডির সভার সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে এ বিক্ষোভ করেন তারা। জামার হাতা কাটা বিষয়ে রাত ৮টার দিকে বিদ্যালয়ের ভেতরে গভর্নিং বডির সভা বসে। গভর্নিং বডির সভাপতি ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, জামার হাতা কাটার সঙ্গে সহকারী প্রধান শিক্ষক মাহবুবা খানমের জড়িত থাকার বিষয় প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সহকারী প্রধান শিক্ষিকার পদ থেকে অপসারণের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। তবে অভিভাবকদের দাবি হচ্ছে অধ্যক্ষ উম্মে সালেমা, মাহবুবা খানম এবং শিক্ষক কে জি মোস্তফাসহ জড়িত সবার অপসারণ।


সভার সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে তারা বৈঠক শেষে রাত ৯টার দিকে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
রাত ৯টায় বৈঠক শেষ হওয়ার পর অধ্যাপক আরেফিন সিদ্দিকসহ গভর্নিং বডির সদস্যরা বিদ্যালয় ত্যাগ করেন। তবে অভিভাবকদের অবস্থানের কারণে অধ্যক্ষ বিদ্যালয়ে আটকা থাকেন বেশ কিছু সময়।
অভিভাবক পরিষদ নেতা শামসুল হক সাংবাদিকদের জানান, দাবি বাস্তবায়নে তারা সোমবার সকাল ৮টায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন করবেন।
অভিভাবকরা অভিযোগ করেন, কোনো ধরনের পূর্বঘোষণা না থাকায় গত বুধবার অনেক শিক্ষার্থী ফুল হাতা কামিজ ও শার্ট পড়ে বিদ্যালয়ে যায়।

কিন্তু বিদ্যালয়ের মাহবুবা খানম কল্পনার নেতৃত্বে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের জামার হাতা কেটে নেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.