আমাদের কথা খুঁজে নিন

   

চেক ব্রাউজিং স্পীড

হালকার উপর ঝাপসা

নিয়মিত নেট ব্যবহার করেছে অথচ নেট ব্রাউজ করতে গিয়ে চুল ছিড়তে ইচ্ছে করেনি এমন লোক এদেশে মেলা ভার। নেটের ব্রাউজিং স্পীড অনেককিছুর উপর নির্ভরশীল। যার মধ্যে কানেকশন টাইপ, প্রযুক্তি, ব্যান্ডউইথ আর সর্বোপরি ব্রাউজার উল্লেখযোগ্য। প্রথম তিনটার উপর উপরওয়ালা আর অপারেটরদের হাত আছে। এক্ষেত্রে পাবলিকের কিছু করার নেই।

কিন্তু ব্রাউজারের উপর আপামর জনসাধারণের হক আছে। যেকেউ পছন্দসই ব্রাউজার ব্যবহার করতে পারে। শম্বুকগতির নেটের এই দেশে চুম্বক গতির ব্রাউজার ব্যবহার করাই শ্রেয়। এই চুম্বক গতির জন্যই গুগলের CHROME ব্রাউজার এ্যাপলের SAFARI কে পিছনে ফেলে দিয়ে সম্মুখে ধাবমান। CHROME খুব দ্রুতই সারা বিশ্বে ব্রাউজার জগতে ৩য় স্থান দখল করেছে।

CHROME এর আগে শুধুমাত্র প্রতিরোধ্য Internet Explorer আর প্রচুর add-on-ওয়ালা FIREFOX আছে। যদিও গতির বিচারে তারা পাতালে থাকে। “সবাইকে ছাড়িয়ে. .......................এক পায়ে দাঁড়িয়ে”- এই নীতির জোড়েই CHROME-এর এই অবস্থান। বিভিন্ন ব্রাউজারের তুলনামুলক একটা ছবি এই লিঙ্কে পাওয়া যাবে- http://www.legitreviews.com/article/929/1/ যাই হোক যে কেউ নিজের ব্রাউজার এর স্পীড চেক করতে পারেন এই URL থেকে- Click This Link কপি করে পেস্ট করুন আর একবার রিফ্রেশ। ব্যস।

হ্যাপি ব্রাউজিং

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।