অনেক চেষ্টা করেও হিসাব টা মেলতে পারছি না, বানান টা নর্দান নাকি নর্দার্ন হবে? ওয়েস্টার্ন, ইস্টার্ন, সাউদার্ন লেখি কিন্তু একটা নামী বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নামের বাঙলা বানান দেখি নর্দান।
western যদি ওয়েস্টার্ন হয়, eastern যদি ইস্টার্ন হয় তবে northern কেন নর্দান হবে? হিসাবমত northern এর বাঙলা বানানতো হওয়া উচিৎ নর্দার্ন।
আমি বুঝতে পারছি না আমি কি ভুল বুঝছি? নাকি ঐ বিশ্ববিদ্যালয় ভুল করছেন? আমি ভুল করলে ব্যাপার না, কিন্তু বিশ্ববিদ্যালয় ইংরেজী শব্দের বাঙলা বানান ভুল করলেতো খুব খারাপ অবস্থা!!!
আসলে কি হবে? জানতে চাই। কেউ জানালে উপকৃত হব।
ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।