১৯৯৩
জ্বোনাকি পোকা জ্বোনাকি পোকা
কোথায় যাও তুমি।
আমায় লও তোমার সাথে
যেথায় যাও তুমি।
তুমি যাবে আগে আমার
আমি যাব পাছে।
মনের কথা বলব আমি
এসে তোমার কাছে।
পথ চল আলো জ্বালো
জাগি সারা রাত।
আলো জ্বালো মিটির মিটির
বন্ধ কর হঠাৎ।
তাকিয়ে শুধু দেখি তোমায়
কিযে ভাল লাগে।
কথা দাও জ্বোনাকি পোকা
নিবে তোমার সাথে।
দিনের বেলা দেখিনা তোমায়
দেখি রাতের বেলা।
নিজের আলো দিয়েই তুমি
একলা কর খেলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।