আমাদের কথা খুঁজে নিন

   

ঝাগরণের গান শুনছি!!!!

আমরা শক্তি আমরা বল, আমরা বোকার দল!!! বোকা ছাড়া গুলির সামনে বুক পেতে দেয় কোন পাগল!!! তাই আমরা বোকার দল !!

ঝাগরণের গান শুনছি!!! আর ঘুম আসছে, প্রবল ঘুম!!!! হায়রে জাগরণের গান!! গানগুলোর বারোটা না বাজাইলেই কি ভালো ছিল না??!!! কোন শিল্পির গলায় নুন্যতম জোর নাই!!! সব ঝিমাই ঝিমাই গান গায়!!!! আমি হতাশ!!! ব্যকগ্রাউন্ড মিউজিক আরো বাজে!!! এই গণসঙ্গিত শুনে আমার শিল্পি গুলার নামে মামলা করতে ইচ্ছা করতেস। ক্যান হুদাই এত সুন্দর সুন্দর গান গুলার বারোটা বাজাইলি!!! অরিজিনাল গান গুলা শুনে রক্ত গরম হয়ে যেত , আর এগুলা শুনে আমার এখন চরম ঘুম পাইতেসে!!!!! তার উপ্রে দাম দিসে ৫০০ টাকা!!!!! । ভাবসিলাম সব গানতো নেট থেকে মারি। অন্তত এইটা মারুম না। কিন্তু দাম শুইনা পুরাই ঠাসকি খায়া( ৬টা সিডি ৬০০- দোকানদার কইসে) আবার সেই নেটই ভরসা। এখন মনে হইতেসে না নামাইলেই ভালো হইতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.