আমাদের কথা খুঁজে নিন

   

RAB না কলঙ্ক

আমি এক বাধনে জড়ানো। সে বাধন থেকে বিচ্ছিন্ন হতে চাই না। ।

সংক্ষেপে সরাসরি বলি, থার্টি ফাস্ট উদযাপন করতে গিয়েছিলাম কক্সসৃ-বাজার। চার দিনের চার জনের টু্র।

আমরা সবাই যখন এন,টি,ভি কর্তৃক আয়োজিত লাইভ কনসার্ট দেখছিলাম সেই সময় কোন এক কারনে আমি আমাদের দল থেকে একটু আলাদা হয়ে যাই। সেই সময় আমাকে ঘিরে চার পাচ জন ছেলে গানের তালে তালে এসে দাড়ালো। আমি কিছু বুঝে উঠার আগেই তাদের একজন আমার পকেট থেকে মোবাইল ফোন টা সুন্দর করে বের করে নিয়ে গেল। আমি বুঝতে পারলাম কিন্তু কিছুই করার নেই। আমি তখন যদি চোর চোর বলে চিৎকার দেই তখন আমাকে ই তারা চোর সাজিয়ে উত্তম মধ্যম দিয়ে চোর বানিয়ে দিতো।

কারন তারা সংখ্যায় চার পাচ বা তারও অধিক। ব্যাপার টা বুঝতে পেরে আমি আর কিছু বললাম না। শুধু তাদের মুখের দিকে চেয়ে সনাক্ত করে রাখলাম। তারপর আমি আমার সহকর্মীকে ব্যাপার টা জানানোর সাথে সাথে আমরা ঘটনার নিকটস্থ পুলিশ কে ঘটনাটা জানালাম। গোয়েন্দা পুলিশকে বললাম একটা চক্র এভাবে মোবাইল ছিনতাই করছে।

পুলিশ বাবাজি বললেন এটা আমাদের কিছু করার নেই। এই ব্যাপার টা RAB কে জানান। অতঃপর উনার সু পরামর্শ্ শুনিয়া, উনার অপারগতার দায় ভার আমরা মাথায় নিয়া গিয়াছিলাম RAB বাবাজির নিকট। উনাদরে কথা শুনিয়া মনে হইল আমরা বাংলাদেশে জন্ম গ্রহন করেছি বলিয়া আমাদের কচু গাছের সাথে লটকাইয়া মরা উচিত। RAB বাবাজিদের মধ্যে একজন বলিলেন, আপনারাকে ?আপনাদের কথা মতো আমরা কেন চোর ধরতে যাবো।

আমাদের কে উল্টা ফাপোর দিয়া উনি বলিলেন...." হ্যা, আমরা যাই আর আমাদের অস্ত্র সব কাইড়া রাইখ্যা দেউখ, না। আমরা বলিলাম স্যার আমরা চক্রটা সনাক্ত করে দিচ্ছি, আপনারা তাদের সার্চ করুন বা অন্য কোন একটা ব্যাবস্থা করুন যেন পাবলিক শান্তি তে থাকতে পারে। উনি বলিলেন আপনাদের কথা মতো যাই আর ছিনতাইকারীরা আমাদের সব কিছু রেখে দিক, তাই না ? আমরা বলিলাম স্যার আমরাও সরকারী চাকুরী করি। ( আমাদের আই,ডি কার্ড দেখালাম)। RAB বাবাজি বলিলেন তাতে কি? আমাদের জানের ভয় আছে।

আমাদের বিরক্ত করবেন না। বিরক্ত করলে আপনাদের কেই ধরে নিয়ে যাব। আমাদের জানা ছিল না সরকার শেয়ালের কাছে মুরগী বাগী দিয়েছে। আমরা সেই মানুষ রুপী শেয়াল দেখে কপাল থাবড়াতে থাবড়াতে চলে গেলাম। .............



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।