অনেকে গণতন্ত্রের দোহাই দিয়ে জামায়াত শিবিরের রাজনীতি চালু রাখার পক্ষে। তারা দেশ বিরোধী প্রচারণা চালাবে, তারা আমাদের দেশের জন্ম অস্বীকার করবে, যে কোন মুক্তমনা মানুষকে আক্রমণ করবে, সত্য সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের হুমকি দেবে, তারপরও গণতন্ত্রের কথা মাথায় রেখে তাদের সহ্য করে যেতে হবে। গণতন্ত্রের এই সংজ্ঞা যারা দেন, তারা আসলে জামায়াত-শিবিরের দালাল।
দেখেন কিভাবে সত্য প্রচারের জন্য জামায়াত-শিবির দেশের একটি বড় সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছে। এটা হল তাদের গণতন্ত্র ।
বাংলানিউজকে জামায়াত-শিবিরের অব্যাহত হুমকি
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: বাংলানিউজকে অব্যাহতভাবে হুমকি-ধমকি দিতে শুরু করেছে জামায়াত শিবির। রাজনৈতিক দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে না এলেও ফেসবুক, টুইটার, ইমেইল ও টেলিফোনে আসছে এসব হুমকি।
শাহবাগে গণজাগরণ নিয়ে শুরু থেকেই বাংলানিউজ গুরুত্বের সাথে খবর প্রকাশ করে আসছে। আর এ বিষয়টিকে ভালো চোখে দেখছে না জামায়াত শিবির সমর্থকরা। সে কারণেই ওই সব সংবাদে মতামতের সুযোগ নিয়ে সেগুলোর ওপর যথেচ্ছ মন্তব্য করা হচ্ছে।
এসব মন্তব্য ও টেলিফোনে বাংলানিউজের এডিটর ইন চিফ, হেড অব নিউজ, চিফ অব করেসপন্ডেন্টস, আউটপুট এডিটরসহ সংশ্লিষ্ট প্রতিবেদকদের প্রতি হুমকি ধমকি আসছে।
এ ছাড়াও জামায়াত শিবির যে সব সহিংস ঘটনা ঘটাচ্ছে তার সংবাদ প্রকাশ করলেই বাংলানিউজের ওপর এর কর্মীদের ওপর হামলার হুমকি দিয়ে যাচ্ছে তারা। কেউ কেউ টেলিফোনে হুমকি দিচ্ছে। তাদের দাবি শিবিরের ধাওয়ানিতে বাংলানিউজ পালাবার পথ পাবে না। হত্যার হুমকিও দিচ্ছে তারা।
ব্লগারদের মতো পরিণতি বরণ করতে হবে সাংবাদিকদেরও এমন হুমকি দেওয়া হচ্ছে কোনো কোনো রিপোর্টের পর।
শাহবাগ আন্দোলনের প্রধান সংগঠকদের কয়েকজনকে নিয়ে বাংলানিউজের অনলাইন আড্ডার পর এসব হুমকি আরও বেড়ে গেছে। শিবির বা জামায়াত বিরোধী কোনো কথা আসলেই তাকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে শিবিরের অনলাইন কর্মীরা মন্তব্য দিচ্ছে।
বাংলানিউজের এডিটর ইন চিফ এসব হুমকিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি সংবাদ মাধ্যমের ওপর একটি বাড়তি চাপ। সরকারের উচিত এ বিষয়ে নজর দেওয়া।
জামায়াত শিবির তার বিরুদ্ধে কোনো সংবাদ গেলেই সাংবাদিকদের মেরে ফেলার হুমকি দেবে। তাদের দেখে নেওয়ার হুমকি দেবে এমনটা হতে পারে না।
দলটিকে সহিংসতার পথ ছেড়ে সুষ্ঠু রাজনীতির চর্চা করারও আহ্বান জানান আলমগীর হোসেন। বাংলানিউজ তার কর্মীদের নিরাপত্তার বিষয়েও সতর্ক রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময় ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৩
এমএমকে
সংবাদ সূত্র : Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।