আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে প্রকাশিত হল বাংলা ব্লগের প্রথম কল্পগল্প সংকলন ও নতুন কল্পগল্প সমগ্র

Let the wind blow out the candles

অবশেষে প্রকাশিত হল বাংলা ব্লগের প্রথম কল্পগল্প সংকলন আর ২০১০ এ পাঠকদের জন্য উপহার হিসেবে সম্পূর্ণ নতুন কল্পকাহিনী সমগ্র! অল্পকয়েকদিনের মধ্যে ই-বুক তৈরির কাজটি মোটামোটি অসম্ভব হলেও, সেই অসাধ্য সাধন সম্ভব হয়েছে এজন্য প্রথমেই ধন্যবাদ দেবো শান্তির দেবদূত ভাই (নিরন্তর সমর্থনের জন্য), পারভেজ ভাই - সম্পাদনার গুরু দায়িত্ব যার কাধে ছিল, আকাশ_পাগলা, আমার সাথে সহ-সম্পাদনায় থাকার জন্য! সিজার ভাই (মুহম্মদ জায়েদুল আলম) ভাইও অনেক সাহায্য আর সমর্থন দিয়েছেন, যাদের আশ্বাস পেয়েই ই-বুকের কাজ শুরু করে দেই। কিন্তু এরপর? আগে কখনো ই-বুক বা প্রকাশনার কাজে কোন অভিজ্ঞতা না থাকায় পড়ে গেলাম অথই সাগরে। সেসময়ই শুরু করলাম সাইফুর ভাই আর স্বপ্নজয় ভাইকে প্রতিনিয়ত জ্বালাতন! তারা হেল্প করেছেন চাওয়ার আগেই, বিশেষত: সাইফুর ভাই এর কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে মাত্র একদিনের মধ্যেই প্রচ্ছদের কাজ করে দেবার জন্য, এবং আজকেও, প্রায় সারাদিনই উনি হেল্প করেছেন বিভিন্ন টেকনিকাল বিষয় নিয়ে। এবার ধন্যবাদ দিতেই হবে নতুন লেখা যারা দিলেন তাদের, যাদের গল্পগুলোই ই-বুক এর মূল আকর্ষণ! হ্যা, যাদের লেখা কল্পগল্প পড়ার জন্য মুখিয়ে থাকেন, সবার লেখাই রয়েছে এতে! ব্যস্ততার জন্য অবশ্য কয়েকজন জনপ্রিয় লেখক লেখা দিতে পারেন নি, তাতে কি, তাদের পুরনো লেখাগুলো তো রয়েছে সংকলনে। সবশেষে বিশেষ ধন্যবাদ সামহোয়্যার-ইন ব্লগ কর্তৃপক্ষকে, যেই সামু ছাড়া এইসব কল্পগল্প আর সংকলন, কল্পনাও করা যেত না। আর ধন্যবাদ সাই-ফাই প্রেমীদের, যারা খুশি হলেই আমাদের সপ্তাখানেকের পরিশ্রম সার্থক হবে সাইফাই ই-বুকে ভুলত্রুটি হয়েছে অনেক, সবকিছু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ, আর অবশ্যই, শুভ নববর্ষ! ই-বুক টি ডাউনলোড করা যাবে: Click This Link - এই লিংক থেকে। জিপ ও পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।