আমাদের কথা খুঁজে নিন

   

২০০৯



শুবার্টের সিম্ফনির মতো কিংবা তুষারের রেণুর মতো ঝরে গেল সপ্রতিভ কিংবা অপ্রতিভ দিন খুব ঋদ্ধ স্নায়ুযুদ্ধ-অবলুপ্ত বোধিপর্ব,নিদ্রাপরবশ উপেক্ষা ও বৈশ্বিক শ্যাওলায় ভাসা নশ্বর নিয়তি। তুলো কিংবা ফেঁসো যেন উড়ে গেল অতিদ্রুত-পাখসাটে আয়োজন সব। জীবনের নর্ম থেকে খসে গেল আরেকটি পালক শোক ও সুখের ক্লান্ত নহবত। কৃষকের কাস্তের মতো বাঁকা কিংবা শ্রমিকের হাতুড়ির তীব্র নাছোড় বাস্তবের ঘিনঘিনে ঘাম, শুকিয়ে আসা নদী ও বালির উষ্ণতায় ভেসে আসা পরিযায়ী রোদন; মরুভূর বালিতে শুষে যাওয়া টন টন রক্তের রঙ কীভাবে অলক্ষে মুছে গেল,ক্ষয়ে গেল পাথরের স্তর। আগ্রাসন আগ্রাসন খেলা হিপোক্রেসী আর অসংখ্য মানবতালঙ্ঘিত টরচার সেল স্মৃতির উপরে বিস্মৃতির ক্যামোফ্লেজ ঢেকে দিল মানুষের তৈরী সব সুস্থ্য ব্যাকরণ। ফিরে ফিরে দেখি নাখোশ নক্ষত্র এক খুব ক্ষুব্ধ চোখে তির্যক তাকিয়ে আছে অতি জীর্ণ আর পুরনো এক থিকথিকে পৃথিবীর দিকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।