আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ছবির ডায়ালগ-ফান পোস্ট



আজ মনে হল বাংলা ছবির ডায়ালগ নিয়ে একটা পোস্ট দেয়া দরকার। বাংলা ছবিতে অনেক বিখ্যাত ডায়ালগ আছে যেমন- সানডে মানডে ক্লোজ কইরা দিমু, চিল্লা কাইট্যা লবণ লাগায়ে দিমু, এই তোকে আমি ছাড়ব না, মালপানি দে, মালপানি দে, ছেড়ে দে শয়্তান,চৌধুরী সাহেব আমরা গরীব হতে পারি কিন্তু আমরাও মানুষ এরকম শত শত ডায়ালগ । আপনাদের যেসব ডায়ালগ মনে পড়ছে তা এই পোস্টে দিতে পারেন, পোস্ট আপডেট করা হবে। ১.দুরন্ত স্বপ্নচারী বলেছেন: হালকার উপর ঝাপসা......... ২.তায়েফ আহমাদ বলেছেন: আইন নিজের হাতে তুলে নেবেন না...... ৩.দূরের মানুষ বলেছেন: "মার শালারে মোরের মাথায়" ৪.গানার বলেছেন: "ঘটনা ঘটাই নাহ, ঘটে যায়" "ডায়ালগ কম" "মামা বলতো ভাগনে" ৫.রিজভী বলেছেন: "এই কে আছিস, ওকে ঘর থেকে বের করে দে" ৬.আশফাকুর র বলেছেন: ছেড়ে দে শয়তান তোর ঘরে কি মা বোন নেই। ৭.এস.কে.ফয়সাল আলম বলেছেন: টাকা দেন , দুবাই যামু !!! ওরে সিল মাইরা দিমু !!! কুকুরু কুকুরু কুক্কুরুকু ঢু !!! কথা কম কাজ বেশি !!! ৮.দূর দিগন্ত বলেছেন: মারব এখানে , লাশ পড়বে শশানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.