Ashampoo Burning Studio হচ্ছে চমৎকার একটি বার্নিং সফটওয়্যার । এর দ্বারা সহজেই যেকোন CD , DVD , Blu-ray ডিস্ক রাইট করতে পারবেন । এটি মাত্র 30 মেগার সফটওয়্যার । অনেক বার্নিং সফটওয়্যার যেখানে হার্ড ডিস্কে বিশাল জায়গা দখল করে, সেখানে এটি মাত্র 75 মেগাবাইট জায়গা নেয় ।
সফটওয়্যারটির ফিচার:
CD / DVD / Blu-ray বার্নিং
CD DVD Blu-ray তে ফাইল ব্যাকআপ নেয়া (পাসওর্য়াড সুবিধা সহ) ও রিস্টোর করা ।
VideoCD ও Super VideoCD তৈরী
অডিও সিডি থেকে মিউজিক রিপিং
CD, DVD ও Blu-Ray থেকে ইমেজ তৈরী ও এগুলো ইমেজ রাইটিং
কিভাবে পাবেন ?
১. প্রথমে এই লিংকটিতে যেয়ে রেজিস্টার করুন http://ezze.tk/ash ।
২. এবার আপনার মেইল একাউন্টে একটি কনফারমেশন লিংকসহ মেইল আসবে ।
৩. কনফারমেশন লিংকটিতে ক্লিক করুন ।
৪. নতুন একটি ফরম আসবে কিছু তথ্য দিতে চাইলে দিন এবং Ok চাপুন ।
৫. আপনার মেইল একাউন্টে আরেকটি মেইল আসবে ।
সেখানে সিরিয়াল কি টি পাবেন ।
৬. এই ঠিকানায় যেয়ে ফাইলটি নামিয়ে নিন http://ezze.tk/ash3 । এই লিংকে সমস্যা হলে http://www.v3.co.uk/articles/download/2235230 এটি দেখতে পারেন ।
৭. ইনষ্টলেশনের সময় Enter a Key সিলেক্ট করে আপনার পাওয়া কি টি দিয়ে দিবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।