আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা
একটু আগে একটা রাজাকার বিষয়ক পোস্ট দিয়েছিলাম যেহেতু আমি টেকি বিষয়ক পোস্ট দেই তাই ভাবলাম রাজনীতিবিষয়ক পোস্ট যেহেতু দিলাম সাথে সাথে একখান টেকি বিষয়ক পোস্টও দেই।
আমার মনে হয় রাজাকার আর এন্টিস্পাইওয়্যার একই ধরনের তাই কম্পিউটার হতে এন্টিস্পাইওয়্যার ধর্মী রাজাকার কিভাবে দুর করবেন তা জানাবো ।
প্রথমেই বলে নেই webroot spy sweeper হলো বিশ্বের প্রথম সারির এন্টিস্পাইওয়্যার এটি সব ধরনের এন্টিস্পাইওয়্যার নকআউট করতে পারে।
প্রায় ২০ মিলিয়ন ইউজার এটি কিনে ব্যবহার করে । আর পিসি ম্যাগাজিনের মতে
The best antispyware we've ever seen
এটি কয়েকদিনের জন্য ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এটির পেইড ভার্সনের দাম প্রায় ৪০ ডলার ।
এটি ডাউনলোড করতে এই ফেইসবুকের লিংকে গিয়ে get my 6 months free trail now ক্লিক করুন তাহলেই ডাউনলোড হয়ে যাবে । কোন ধরনের রেজিষ্টেশনের দরকার নেই।
রাজাকারদের বিচারের আগে নিজের কম্পিউটারকে করুন রাজাকারমুক্ত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।