সবাই সুখি হন
কম্পিউটারের বিভিন্ন সফটওয়ারের জন্য আমরা অনেকেই আইডিবি যাই। আর বাংলাদেশে সফটওয়ারের অধিকাংশই পাইরেটেড কপি। দেখা যাচ্ছে অনেক সফর্ওয়ার ইনস্টল করার সমসয় বিভিন্ন ইরোর প্রবলেম বা ফাইল করাপ্ট বা দিজ ফাইল ক্যান নট বি কপিড দেখায়। কারণ আমরা হয়তো না জেনে বিভিন্ন ডাউনলোডেড ট্রায়াল সফটওয়ার কিনে নিয়ে আসি। কয়েকদিন আমার বন্ধু ভিসতা ও উইনডোজ সেভেন কিনে নিয়ে সেট আপ দিয়েছে ।
এখন সমস্যা হলো এর মেয়াদ দেখায় একমাস এবং এটা একটি ট্রায়াল ভার্সনের সফটওয়ার তাতে কোন সন্দেহ নেই। আরো সমস্যা হচ্ছে এক্সপি সেটাপ দিতে পারছেনা। সমস্যায় দেখায় তার কম্পিউটার যেহেতু আপডেটেড অপারেটিং সিস্টেম সফটওয়ার ব্যবহার করছে তাই পুরাতন কোন ভার্সন সেটআপ নিবে না। এখন সে পড়েছে মহাবিপদে। একমাস পর পর তাকে সেট আপ দিতে হচ্ছে।
এই ভাবে আমরা প্রত্যারিত হয়ে সমস্যায় আক্রান্ত হচ্ছি। সম্মানিত ব্লগাদের কাছে জানতে আইডিবির কোন স্টলের লোকেশন কি বলতে পারেন যারা অরিজিনাল বা নির্ভরযোগ্য সকল ধরনের ভাল সফটওয়ার বিক্রি করে। জানালে কৃতজ্ঞ থাকব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।