প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
প্রেম গমনের পূর্বে অনুগমনের দহন
শাফিক আফতাব.........................
তোমাকে স্বাধীনতা দিয়েছি মানে
আমি নিজেই নিয়েছি
তোমাকে ভালোবেসেছি মানে__
নিজ প্রয়োজনেই তোমার কাছে গিয়েছি।
ভালোবাসা বলে যাকে তুমি বুঝো__
সেতো আত্মার খাদ্য __
দেহিক খাদ্যের মতোন প্রয়োজন সদ্য।
নারী তুমি নিবিড় হও হৃদয়ের প্রদাহে
আমি প্রাণ সঁপে দেই ক্ষুধার তাড়নায়
একে তুমি ভালোবাসা ভেবে ভুল করো কেনো ?
ভালোবাসা সে বুঝি উৎসবের প্রাক-পর্বের প্রস্তুতি
প্রেম সেও গমনের পূর্বে অনুগমনের দহন
তোমার সাথে যে নিবিড় হৃদ্যতা হে প্রতীতী
তোমাকে লেহনে স্বর্গের স্বাদের আনয়ন।
তোমাকে এই যে স্বাধীনতার কথা বলছি
তা মূলত আমি নিজেই বৃত্ত ভাঙতে চাই
তুমি এই যে কত দামী ভাবো ভালোবাসাবাসি
ও কিন্ত কাঠ দহনের ছাই।
দেহ আর আত্মা মরে গেলে ভালোবাসা মরে যায়
চোখের জলশিশিরে কত দিন আর সমাধীর দুর্বা ভেজায়
মাটি পানি আর হাওয়ার সাথে ভালোবাসা মিশে হয় জলীয় কণা
আমরা সময়ে তাকে বলি লক্ষ্মী সোনা।
মূলত এসব কিছু নয়
বস্তুর ধর্মের মতোন যথানিয়মে তোমার সাথে আমার এই পরিণয়।
২৯.০৮.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।