প্রায় দুই সপ্তাহের আলোচনা শেষে টটেনহ্যামের প্রস্তাবে রাজি হয়েছে রোমা। লামেলাকে কিনতে তিন কোটি ইউরো খরচ করতে হচ্ছে ইংল্যান্ডের দলটিকে। তবে ইংল্যান্ডে লামেলা ভালো খেললে আরো প্রায় ৫০ লাখ ইউরো পেতে পারে ইতালিয়ান দলটি।
আর পরের এই হিসাবটাই টটেনহ্যামের খেলোয়াড় কেনায় নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। এর আগে ৩ কোটি ইউরোর একটু বেশি দিয়ে স্পেনের ভ্যালেন্সিয়া থেকে স্ট্রাইকার রবার্তো সলদাদোকে এনেছিল তারা।
আর দলবদলের শুরুতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার পলিনিয়োকে ১ কোটি ৭০ লাখ পাউন্ডের বিনিময়ে কিনেছিল দলটি।
২০১১ সালে রোমায় যোগ দেয়া লামেলা গত মৌসুমে সিরি আ এর ৩৩ ম্যাচে ১৫টি গোল করার পাশাপাশি ৫টি গোলে অবদান রেখেছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।