মিউজিক এডিটিং সফটওয়্যার নিয়ে এর আগেও পোষ্ট করেছি । আজও টিউনটি মিউজিক এডিটিং সফটওয়্যার নিয়ে । সফটওয়্যার হল Magix Music Editor । যাদের মিউজিক এডিটিং-এ আগ্রহ আছে এটা তাদের জন্য খুব কাজে লাগবে । সফটওয়্যারটি দিয়ে খুব সহজেই নিজস্ব মিউজিক তৈরী করা যাবে ।
তাছাড়া মিক্সিং , কাট ,কপি , পেষ্ট সুবিধাতো আছেই । এর দ্বারা প্রায় আরো ২০ ধরনের ইফেক্ট দেয়া যাবে যেমন move, delete, cross fade, fade-in and fadeout, vibrato, delay normalize, fade, Flanger, amplify, invert, silence ইত্যাদি ।
কিভাবে পাবেন ?
১. প্রথমে এই লিংকটিতে যান http://goo.gl/vUbr ।
২. এবার Zum Download এ ক্লিক করুন ।
৩. এবার একটি নতুন উইন্ডো আসবে এতে Download server chip online এ ক্লিক করুন ।
৪. এবার একটি নতুন উইন্ডো আসবে ও নিজে নিজে ডাউনলোড শুরু হবে । যদি না হয় তবে Zum Download এ রাইট ক্লিক করুন ও Save As দিন ।
ব্যাস হয়ে গেল । সফটওয়্যারটি মাত্র ৩৫ মেগাবাইটের ।
*অফারটি কয়েকদিন পর শেষ হয়ে যেতে পারে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।