আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়াফায়ারে সাম্প্রতিক সময়ে রিজিউম না হওয়া জনিত সমস্যা ও তার সমাধান (ভিডিও সহ)

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

মিডিয়াফায়ারের রিজিউম জনিত এই সমস্যাটা আমিও ফেইস করছি ইদানিং। বিশেষতঃ আমরা যারা মোবাইল/এজ মোডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারী তার এটা বেশি ফেইস করছি। একবার কোন কারনে কানেকশন ডিসকানেক্ট হলেই আর রিজিউম হয় না। যাই হোক এর একটা সহজ সমাধান আছে। আমি যেভাবে করি সেটা আপনাদের বলছি।

আপনার সমাধান ব্রাউজারভেদে একটু ভিন্ন হতে পারে - প্রথমে জানতে হবে আপনার সিস্টেমের ডিফল্ট ব্রাউজার কোনটি। ডিফল্ট ব্রাউজার মানে? ধরুন আপনার সিস্টেমে কোন ব্রাউজার খোলা নেই, এমন অবস্থায় কোথাও কোন লিংকে ক্লিক করলে কোন ব্রাউজারটি খুলে? সেই ব্রাউজারটিই আপনার ডিফল্ট ব্রাউজার। আমার ক্ষেত্রে ডিফল্ট ব্রাউজার হচ্ছে ফায়ারফক্স। এবার কিভাবে রিজিউম করতে হবে তা বলছি। ১. প্রথমে ফায়ারফক্স খুলে Tools থেকে Options এ যান।

এবারে Privacy ট্যাবের নিচে remove individual cookies অপশনে ক্লিক করুন। উপরে সার্চ বক্সে mediafire.com লিখুন। নিচে mediafire.com নামে যতোগুলো Cookie পাবে সেগুলো ডিলেট করুন। Close বাটন চেপে বেরিয়ে যান। ২. এবারে IDM খুলুন এবং যে ডাউনলোডটি রিজিউম হচ্ছে না সেটির উপর রাইট ক্লিক করে Refresh download link অপশনে ক্লিক করুন।

এবারে যে ওয়েবপেইজ থেকে ডাউনলোড লিংকটি পেয়েছিলন সেটি খুলবে। পুনারায় লিংকে ক্লিক করুন। IDM নতুন লিংক পাবে। এবারে ডাউনলোড রিজিউম করতে পারবেন। যদি লেখার বর্ননা জটিল লাগে তাহলে নিচে একটা ভিডিও আপলোড করলাম আপনাদের জন্য রেকর্ড করে।

আশা করি কাজে লাগবে। ভিডিওটা এই পোস্টের পেইজে না দেখে যে লিংকটি দেয়া হয়েছে সেখানে গিয়ে দেখলে বেশি পরিষ্কার দেখা যাবে। ভিডিওটা দেখার সময় ইউটিউবের প্লেয়ারের নিচে HQ নামক বাটনটা আগে চেপে নিয়েন ও ফুল স্ক্রিন করে দেখবেন: http://www.youtube.com/watch?v=cVHQEti4vS8

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।