এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
ওয়ারিদ টেলিকমের সাম্প্রতিক একটি বিজ্ঞাপণে দেখানো হচ্ছে যে লোকজন সামান্য একটি বন্ধ সীমকার্ড চালু করার অফারের জন্য ট্রেনের চেইন টেনে ট্রেন থামিয়ে ছুটে যাচ্ছে। আমি যতোদূর জানি চেইন টেনে ট্রেন থামানো কোন সাধারণ ঘটনা নয়। এটি একান্তই জরুরী অবস্থা বা ইমারজেন্সীতে না পড়লে করা নিষেধ। এমনকি খালি খালি চেইন টানার জন্য জরিমানাযুক্ত শাস্তিও বলবৎ আছে (সম্ভবত ১৫০ বা ২০০ টাকা); সেখানে এরকম একটি বিজ্ঞাপণ প্রচার হয় কিভাবে? আমি জানি এদেশে বিজ্ঞাপণ প্রচারের জন্য কোন কার্যকর নীতিমালা নেই তাই সারাদিন এটা নিয়ে গলা ফাটিয়ে চেঁচালেও কোন লাভ হবে না। কিন্তু বিজ্ঞাপণ নির্মাতাদের কি এটুকু নীতিজ্ঞানও নেই?
এমনকি ব্যাপারটা যদি এমনও হতো তারা ট্রেনটিকে সাজিয়ে বা রেখে-ঢেকে এটা যে বাংলাদেশ রেলওয়ের ট্রেন সেটা লুকানোর চেষ্টা করছেন তাও না হয় বুঝতাম।
কিন্তু না, বিজ্ঞপণটিতে খুব সুন্দরভাবে বোঝানো হলো যে এটি বাংলাদেশ রেলওয়েরই ট্রেন.......
তবে একটা ব্যাপারে বিজ্ঞাপণ নির্মাতাকে কৃতিত্ব দেই। উনি জানতেন যে ট্রেনের চেনের পাশে লেখা জরিমানা বিষয়ক সতর্কবাণীটি দেখানো যাবে না, দেখালে বিজ্ঞাপণটি এ্যাপ্রুভাল পাবে না। আর তাই সুন্দরভাবে সেটিকে আউট অফ ফোকাসে রেখেছেন:
(পোস্টটি একান্তই লেখকের ব্যাক্তিগত মতামত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।