আমাদের কথা খুঁজে নিন

   

সিটিসেলে আমার ডাউনলোড স্পিড ২০ এর উপরে এবং সিটিসেলের বোকামির/বাটপারির নমুনা

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

আমি কিছুদিন আগে সিটিসেলের ঝুম নিয়েছে এবং আমি মোটামুটি খুশি কারন ডাউনলোড স্পিড ১৫-২৫ KBPSএর মাঝে থাকে। কিন্ত আমার প্রশ্ন হচ্ছে সিটিসেলের মডেম কনফিগারেশনে স্পিড লেখা আছে ১৫৩Kbps এর মানে হচ্ছে আমার ডাউনলোড স্পিড হবে ১৫৩/৮=১৯ KBPS । কিন্তু অধিকাংশ সময় আমি দেখেছি আমার ডাউনলোড স্পিড ১৯ এর উপরে চলে যায় । এর মানে হচচ। ছে তারা যে মডেমের কনফিগারেশন লিখেছে তা ভুল এর স্পিড আরও বেশি মানে সিটিসেলের লোকেরাই জানেনা তাদের মডেমের স্পিড কত।

অনেকেই বলবেন মাঝে মাঝে হঠাৎ তো জিপির স্পিড ও ৫০KBPS এর উপরে দেখি । ভাই হঠাৎ একদুই দিন দেখা আর আমি প্রায় দেখা এক কথা নয়। নিচের স্কীন শট দুটি একটু আগে নিয়েছি। যেমন গ্রামীন মডেমে আছে লেখা ২৩৬কেবিপিএস । মানে ২৩৬/৮=৩০ করে ডাউনলোড হবে ।

গ্রামীন মডেমে আমি ২০ এর উপরে খুবই কম স্পিড পেয়েছি। আর সিটিসেলে লিখবে ১৯ ডাউনলোড আর একেবারে ১৯ শেই ডাউনলোড হবে এটাতো বাংলাদেশে হতেই পারেনা। এর মানে হচ্ঝে এই মডেমের কনফিগারেশনে ভুল আছে । হায়রে সিটিংসেল নিজের ঢোলটাও পিটাইতে শিখলিনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।